কয়লা কেলেঙ্কারি কান্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেআইনি কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল দিল্লি হাইকোর্ট। কয়লা পাচার মামলায় এই পরোয়ানা জারি করেছে দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট। ২০ আগস্টের মধ্যে আদালতে হাজিরার নির্দেশ। এর আগে একাধিকবার ইডি তলব করা স্বত্বেও তিনিএড়িয়ে গিয়েছিলেন।
রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জামিনযোগ্য।অর্থাৎ অভিষেক পত্নী আদালতে জামিনের জন্য আবেদন করতে পারবেন। প্রসঙ্গত বেআইনি কয়লা পাচার কান্ডে একাধিকবার হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Cyclone Ashani : ‘অশনি’ মোকাবিলায় তত্পর নবান্ন, জেলা গুলিকে চূড়ান্ত সতর্ক থাকার নির্দেশ
রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কিন্ত বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন রুজিরা বন্দ্যেপাধ্যায়। রুজিরা নোটিস পাওয়া সত্ত্বেও যাননি। সেই কারণেই ইডি পাতিয়ালা হাউজ কোর্টে মামলা করেছে। তার ভিত্তিতে তাঁকে গ্রেফতারের জন্য অনুমতি দিয়েছে আদালত।
গত ২১ ও ২২ মার্চ দিল্লির ইডি দফতরে অভিষেক ও তাঁর স্ত্রীকে হাজিরা দিতে বলা হয়েছিল। অভিষেক সেখানে গিয়েছিলেন। তাঁকে ৮ ঘণ্টা ধরে জেরা করা হয়। কিন্তু রুজিরা যাননি।তারপরই পদক্ষেপ করল ইডি।
প্রসঙ্গত, দুদিনের রাজ্যসফরে পশ্চিমবঙ্গে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ফিরে যাওয়ার পরই অভিষেক পত্নীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিছক কাকতালীয় বলে মানতে নারাজ রাজনৈতিক মহলের একাংশ। যদিও এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়।