বদলি ঝাড়গ্রামের পুলিশ সুপার, মাও আতঙ্কের মাঝেই জঙ্গলমহল সফরে মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ১০ মে জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্ন সূত্রের খবর: ১০ তারিখ পশ্চিম মেদিনীপুরে যাবেন মুখ্যমন্ত্রী৷ ১১ মে ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে বসতে পারেন নেত্রী৷ ওই দিনই ঝাড়গ্রামে দলীয় একটি সভাও করতে পারেন নেত্রী৷ কেমন আছে জঙ্গলমহল? তা জানতেই জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম জঙ্গলমহল সফর। এই সফরে মুখ্যমন্ত্রী শুধুমাত্র প্রশাসনিক বৈঠকই করবেন না, রাজনৈতিক কর্মী সভাতেও উপস্থিত থাকবেন তিনি।
এদিক ওদিক মিলেছে মাওবাদী পোস্টার। একের পর এক মাওবাদী পোস্টারে আতঙ্ক বেড়েছে। মাও যোগ সন্দেহে গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। এমনকি পাওয়া গিয়েছে ল্যান্ডমাইনো। বিভিন্ন জেলার কয়েকজন তৃণমূল নেতা সম্প্রতি বাড়তি নিরাপত্তাও চেয়েছেন পুলিশ কর্তাদের কাছে।
বস্তুত, মাওবাদী পোস্টার সাঁটাতে গিয়ে ইতিমধ্যে পুলিশের জালে উঠে এসেছে বেশ কয়েকজন৷ তবে তাঁদের সঙ্গে সরাসরি মাওবাদীদের যোগসূত্র রয়েছে এমন ইঙ্গিত মেলেনি বলেই পুলিশের একটি সূত্রের দাবি।
বন্যাপ্রবণ এলাকায় প্লাবন রুখতে আধুনিক প্রযুক্তির সহায়তা রাজ্যর
চলতি মাসেই যখন সেখানে প্রশাসনিক বৈঠক করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, তখন বদলি করে দেওয়া হল ঝাড়গ্রামের পুলিস সুপারকে বিশ্বজিৎ ঘোষ। নতুন পুলিস সুপার হলেন অরিজিৎ সিনহা।
রাজ্য পুলিশের শীর্ষ স্তরে ফের কিছু রদবদল করা হয়েছে। হাঁসখালিকাণ্ডে সময় রানাঘাটের পুলিস সুপার ছিলেন সায়ক দাস। দিন কয়েক আগে বদলি করা হয়েছে তাঁকে। রদবদল ঘটেছে মালদহ ও ডায়মন্ড হারবারের পুলিস সুপার পদেও। নতুন ADG(CID) হলেন আর রাজশেখরন। IG (DEO)-র অতিরিক্ত দায়িত্ব পেলেন ব্যারাকপুরের পুলিস সুপার মনোজ ভার্মা।
ADG (STF) নয়, ADG(CID) পদেও ছিলেন জ্ঞানবন্ত সিং। এবার দায়িত্ব কমল তাঁর। এখন শুধুমাত্র ADG (STF) পদে রইলেন জ্ঞানবন্ত। DEO ডিরেক্টর পদ থেকে সরানো হয়েছিল জয়ন্ত বসুকে। ওই পদে এলেন এন আর বাবু।