বাংলার জয়ে ক্রীড়ামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৩ বছর পর ভারত সেরা হওয়ার স্বপ্ন দেখছে বাংলা। কারণ ১৩ বছর পর মঙ্গলবার কর্ণাটককে হারিয়ে বাংলার ঘরে রঞ্জি ফেরানোর স্বপ্ন দেখাচ্ছে মনোজরা। তাই তাঁদের মনোবল আরও চাঙ্গা করতে বাংলার ক্রিকেটারদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

এদিন ৩৫২ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ১৭৭ রানের কর্ণাটককে অল উইকেট করে বাংলা। মুকেশ কুমারের পেসের কাছে ধপে টেকেনি কর্ণাটকের ব্যাটসম্যানরা। পড়ে অনুষ্টুপ মজুমদারের ১৪৯ রানের ওপর ভর করে ১৭৪ রানে ম্যাচ জেতে বাংলা। সেইসঙ্গে রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছে গেল তাঁরা।

ঘরের মাঠে অসাধারণ জয়ের জন্য বাংলার অধিনায়ক অভিমুন্য ইশ্বরণের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

ব্যক্তিগতভাবে ফোন করে কোচ অরুনলাল, অধিনায়ক অভিমুন্য ইশ্বরন এবং সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ফাইনাল জেতার জন্য অপেক্ষায় রয়েছেন বলে জানালেন তিনি।

সম্পর্কিত পোস্ট