আগামীকাল জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী , কড়া নিরাপত্তার বেষ্ঠনী পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে দু’দিনের পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা সফরে যাচ্ছেন। ঘূর্ণিঝড় অশনির জেরে তাঁর এই পূর্বনির্ধারিত সফর একসপ্তাহ পিছিয়ে যায়। দু’দিনের এই সফরে মুখ্যমন্ত্রীর একাধিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি রয়েছে।
দুপুরে মেদিনীপুরে পৌঁছে তিনি জেলার কর্তাদের সঙ্গে প্রশাসনিক বৈঠকে বসবেন।বৈঠক শেষে মেদিনীপুর সার্কিট হাউসেbতিনি রাত্রিযাপন করবেন।সেখানে সন্ধ্যায় দলের জেলা নেতৃত্বের সঙ্গে তিনি একটি বৈঠকও করতে পারেন।
কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উদ্যোগ, বহু কৃষককে প্রশিক্ষণের ব্যবস্থা সরকারের
পরের দিন মুখ্যমন্ত্রী মেদিনীপুর কলেজ মাঠে বুথস্তরীয় কর্মিসভায় যোগ দেবেন।ওই সভা সেরে তিনি হেলিকপ্টারে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানা গিয়েছে। সেখানেও তাঁর কর্মিসভা ও প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী ১০০ জনের হাতে স্পেশাল হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দেবেন l মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর জন্য ওই পুনর্বাসন প্যাকেজ চালু করা হয়।