ক্রমশ ছড়িয়ে পড়ছে মারনরোগ করোনা, বিমানবন্দরে চলছে জোর কদমে স্ক্রিনিং
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গোটা দেশে ছড়াচ্ছে করোনা আতঙ্ক। ২৩ জন ইতালীয় পর্যটকদের মধ্যে ১৫ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ বলে সন্দেহ করছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, সকলের দেহেই সিওভিডি-১৯ এর মতো মারাত্মক উপসর্গ দেখা দিয়েছে। বাইরে থেকে আসা বেশীরভাগ পর্যটকরাই মাস্ক পড়ে আসছেন।
গতকালই আগ্রার ৬ জনের দেহে নোভেল করোনার ভাইরাস মেলে। সংক্রামকদের দেহের রক্তের নমুনা পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।সকলকেই আইসোলেশনে রাখা হয়েছে। সূত্রের খবর, ইতালি থেকে মারণ করোনার সংক্রমণ নিয়েই দেশে ফিরেছেন পরিবারের দুই সদস্য। সেখান থেকেই বাকি চারজনের দেহে ছড়িয়ে পড়ে ওই রোগ।
আরও পড়ুনঃ চিনের পর করোনার কবলে বিশ্ববাসী,ভারতে আক্রান্ত ৬
স্বাস্থ্য আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ইতালি থেকেই করোনা ভাইরাস নিয়ে ভারতে এসেছিলেন দিল্লির বাসিন্দা। তাঁর বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের মহদ্যে ভাইরাসের সংক্রমণের আশঙ্কা করা হয়েছে।
এক পড়ুয়ার অভিভাবকের দেহে করোনা ভাইরাস মেলায় দু’দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীরাম মিলেনিয়াম স্কুল। পিছিয়ে দেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষার দিন। ৪০ জন পড়ুয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
আরও পড়ুনঃ নভেল করোনা ভাইরাসের জেরে ফের মৃত্যুমিছিল চিনে
অন্যদিকে তেলেঙ্গানার এক বাসিন্দার দেহেও করোনার আশঙ্কায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্রের খবর, দুবাই থেকে ব্যাঙ্গালুরুতে সর্দি-জ্বরের উপসর্গ নিয়েই আসেন ওই যুবক। ওই যুবকের থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। এই মুহুরতে আতঙ্কে রয়েছে ওই যুবকের পরিবার।
করোনা ভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বুধবার দিল্লিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। বৈঠকের পর রাজ্যগুলিকে নতুন করে দেওয়া হয় নির্দেশিকা। এখনও পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনজন। করোনা ভাইরাস সন্দেহে হাসপাতালে ভর্তি অনেকেই।
ইতিমধ্যেই ইতালি, ইরান এবং জাপানের আসা পর্যটকদের ভিসা বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ সহ দেশের সমস্ত বিমানবন্দরে জোরদার স্ক্রিনিং চালানো হচ্ছে। বিমানবন্দরে যারা লাগেজ দেখাশোনা করছেন তাঁদেরকেও এবিষয়ে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইরান, ইতালি এবং সিঙ্গাপুর এড়ানোর পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।
করোনা ভাইরাসের আতঙ্ক বিশ্বভারতীর চিনা ভবনে। চিন সরকারের তরফে বাতিল করা হলো দুটি শিক্ষামূলক সফর।। চিনের ইউনান বিশ্ববিদ্যালয় থেকে একটি টিম আসার কথা ছিলো। সেটা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।