তোমার ঘুঁটি দিয়েই তোমায় করব মাত, অভিষেকের চালে বেহাল দশা বঙ্গ বিজেপির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বর্তমানে রাজনীতি শুধু আদর্শ ভিত্তিক নয়। সেখানে সূক্ষ কৌশলও জরুরি। তা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। নিশ্চয়ই আদর্শগত অবস্থান একটা বড় বিষয়। কিন্তু সেই আদর্শকে বাস্তবায়িত করতে হলে, তাকে উপরে তুলে রাখতে চাইলে কৌশল তোমাকে নিতেই হবে। দেখা যাচ্ছে এই কৌশল রচনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) যেন অনন্য। তাঁর একের পর এক পদক্ষেপে কার্যত দিশেহারা হয়ে পড়েছে গেরুয়া শিবির।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতি হল, তোমার ঘুঁটি দিয়েই তোমায় মাত করব। সাম্প্রদায়িকতাবিরোধী এবং সব শ্রেণীকে আপন করে নেওয়ার যে রাজনৈতিক আদর্শ তৃণমূলের তা কোনও একজন অর্জুন সিংয়ের (Arjun Singh) যোগদানে নষ্ট হওয়ার নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্ধারণ করে দেওয়া পথ ধরেই যে এই দল চলে তা জানা কথা। কিন্তু অর্জুনদের ভাঙিয়ে আনলে বিজেপি যে আরও কোণঠাসা হয়ে পড়বে সেটা সকলেই বোঝে।
চাপের মুখে মমতার মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, সম্ভাব্য নতুন দায়িত্ব পেতে চলেছেন যাঁরা…
অর্জুন সিং এর আগে বিজেপিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিভিন্ন মন্তব্য করেন। কিন্তু যাঁরা দূরদৃষ্টি রেখে রাজনীতি করেন, তাঁদের গায়ে এসব ময়লা লাগে না। বরং ক্ষমাশীল ঔদার্যের পরিচয় দিয়ে তাঁরা নিজেদের উচ্চতায় বুঝিয়ে দেন। তাই প্রথমে সুকৌশলে ব্যারাকপুর (Barrackpore) শিল্পাঞ্চলে অর্জুনকে কোণঠাসা করে ফেলেন অভিষেক। তারপর নির্দিষ্ট পথ ধরে তাঁকে বিজেপি থেকে ভাঙিয়ে এনে গেরুয়া শিবিরকে জোর ধাক্কা দিয়েছেন।
সূত্রের খবর এরপর বিজেপির আরও কয়েকজন নামকরা সাংসদ একই পথ ধরে তৃণমূলের আসতে পারেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল অর্জুন সিং আগে তৃণমূলে আগে যে মর্যাদা বা গুরুত্ব পেতেন এখন মোটেও সেই উচ্চতায় পৌঁছাতে পারবেন না।
কারণ এখন তৃণমূল আরও সংগঠিত এবং নতুন নতুন নেতা উঠে এসেছেন। যাঁরা দলের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পেরেছেন তাদেরকেই বেশি সুযোগ দেওয়া হবে। তবে বিজেপিকে আরও দুর্বল করতে, তাদের বিভেদের রাজনীতিকে ধ্বংস করতে এইরম সুকৌশলী পদক্ষেপ যে আগামী দিনেও তৃণমূল নেবে তা স্পষ্ট।