সংবিধান অবমাননার অভিযোগে পদত্যাগ কেরলের সিপিএম মন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিরোধীদের চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন কেরলের মন্ত্রী সাজি চেরিয়েন। সিপিএমের এই মন্ত্রীর বিরুদ্ধে সংবিধানকে অসম্মান করার অভিযোগ উঠেছিল। এই নিয়ে গত দু’দিন ধরে তোলপাড় দক্ষিণের রাজ্যটি। কংগ্রেস ও বিজেপি দুই দলই রাস্তায় নেমে প্রতিবাদ করছে।
যদিও সিপিএম তাদের মন্ত্রীর পাশে দাঁড়িয়ে জানিয়ে দিয়েছিল পদত্যাগের প্রশ্ন নেই। কিন্তু শেষ পর্যন্ত দলকে বিরম্বনা মুক্ত করতে সাজি চেরিয়েন বুধবার বিকেলে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন। সাজি চেরিয়েন দু’দিন আগে একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, “ভারতের সংবিধান শোষণকে প্রশ্রয় দেয়”।
এই সিপিএম নেতা আরও বলেন, “গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা শব্দ দুটি সংবিধান তৈরীর সময় ছিল না। তা পরে যুক্ত করা হয়। এদেশের সংবিধান ব্রিটিশ শোষকদের হাতে তৈরি”। সাজি চেরিয়েন সম্ভবত দেশের মানুষের দুর্দশার কথা বলতে চেয়েছিলেন। এমনিতে স্বাধীনতার দীর্ঘদিন পর পর্যন্ত সিপিএম বলে এসেছে দেশ ইংরেজদের হাত থেকে স্বাধীন হলেও দেশের সাধারণ মানুষ প্রকৃত মুক্তির স্বাদ পায়নি।
২১ নয়, দিনটি হতে পারত ১৪ জুলাই ; এক ঘটনায় বদলে যায় বঙ্গ রাজনীতির গতিপথ
দেশীয় পুঁজিপতিরা ইংরেজদের স্থান দখল করে আমজনতাকে শোষণ করে চলেছে। সেদিক থেকে সিপিএমের দলীয় অবস্থানের বাইরে গিয়ে কিছু বলেননি এই মন্ত্রী। কিন্তু তিনি মন্ত্রী পদে থেকে যে সংবিধানের নামে শপথ নেন সেই সংবিধান সম্বন্ধে এই বিতর্কিত মন্তব্য করায় কংগ্রেস ও বিজেপি আসরে নেমে পড়ে।
যদিও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে প্রাথমিকভাবে ঠিক করেছিলেন সাজি চেরিয়েন ইস্তফা দেবেন না। কিন্তু বিরোধীরা প্রতিবাদের ঝাঁঝ বাড়লে এই বিতর্কিত মন্ত্রী নিজে থেকেই ইস্তফা দেন।