ডেঙ্গু প্রতিরোধে পরিকাঠামো কতটা প্রস্তুত ? বৈঠকে মুখ্যসচিব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি বর্ষার মরসুমে ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার।ডেঙ্গু রুখতে প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত আছে কিনা তা খতিয়ে দেখতে শুক্রবার বৈঠকে বসছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।মশাবাহিত রোগ প্রতিরোধে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার পরিকাঠামো প্রস্তুত আছে কিনা তার পুরোটাই পর্যালোচনা করা হবে ওই বৈঠকে।
সুদীপকে লুকিয়ে ফোন! তবে কি তৃণমূল ভাঙাতে শুভেন্দুদের এজেন্টের কাজ করছেন ধনখড়
বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধিও ওই বৈঠকের অন্যতম লক্ষ। শুক্রবার নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য আবাসন, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যান সহ বিভিন্ন দপ্তরের সচিব, রাজ্য ও কলকাতা পুলিশের আধিকারিক সহ আট জেলার জেলাশাসককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রীষ্মের ছুটির পরে সম্প্রতি চালু হওয়া রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে ডেঙ্গু প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছ।