রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচন, কড়া নিরাপত্তা বিধানসভায়
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুরোপুরি কোভিড বিধি মেনে সোমবার দেশের রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে। দিল্লিতে সংসদ ভবন এবং সব রাজ্যের বিধানসভা ভবনে ভোট গ্রহণ কেন্দ্র করা হবে । বিধায়ক এবং দেশের সব সব সাংসদরা ভোটাধিকার প্রয়োগ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবেন। ভোট গ্রহণ শুরু হবে সকাল ১০ টা থেকে। শেষ শেষ হবে বিকেল পাঁচটায়। বিধানসভা কক্ষতেই ভোটদান কেন্দ্র করা হয়েছে।
ভোট পর্ব পরিচালনায় রিটার্নিং অফিসার হিসেবে থাকছেন বিধানসভার সচিব সুপ্রতিম ভট্টাচার্য। ইভিএম নয় ব্যালট বাক্সে ই ভোট দেবেন ভোট দাতারা। ব্যালট বাক্স গুলি সুরক্ষিত রাখার জন্য বিধানসভা ভবনে একটি কন্ট্রোল রুম করা হয়েছে। যার নজরদারিতে রয়েছেন রাজ্য পুলিশ। নির্বাচন কমিশন বিধায়ক এবং সংসদ সদস্যদের নিজেদের পরিচয় পত্র সঙ্গে রাখার নির্দেশ দিয়েছে।
সেই সঙ্গে কমিশনের দেওয়া নির্দিষ্ট কলম দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। ভোটাররা ভোট কর্মীদের কাছ থেকে ব্যালট পেপারের সঙ্গে পাবেন এই কলম। ভোট ভোট দেয়া হয়ে গেলে তা জমা দিতে হবে। জানা গেছে সংসদ সদস্য এবং বিধায়কদের জন্য পৃথক রঙের ব্যালট পেপার থাকছে। সংসদদের ব্যালট পেপারের রং সবুজ এবং বিধায়কদের জন্য থাকবে গোলাপী রঙের ব্যালট পেপার।
কাকে ভোট দেবেন শুভেন্দুর বাবা-ভাই? রাষ্ট্রপতি নির্বাচনের আগে দিব্যেন্দুর কথায় জল্পনা তুঙ্গে
রাত পোহালেই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ হবে রাজ্য বিধানসভায়। ছুটির দিন হওয়া সত্বেও রবিবার তাই ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি তে ব্যস্ত থাকতে হয়েছে বিধানসভার কর্মীদের। আটসাঁট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিধানসভা চত্বরে।সাংসদ ও বিধায়কদের পরিচয় পত্র এবং নির্বাচন কমিশনের দেওয়া পরিচয়পত্র ছাড়া আগামীকাল বিধানসভায় প্রবেশ করতে দেওয়া হবে না।
ভোট কক্ষে কোনরকম ইলেকট্রিক সরঞ্জাম এমনকি কলম নিয়েও প্রবেশ করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া কলমে গোপন ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগ করবেন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাররা।
দলের নির্দেশ মত তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক ও অধিকাংশ সাংসদ রাজ্য বিধানসভা ভবনেই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদিন রাতের মধ্যেই তাঁদের কলকাতায় পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।অন্যদিকে শত্রুঘ্ন সিনহা, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জেতা এই তিন সাংসদ ভোট দেবেন সংসদে।
রবিবারই তারা দিল্লি পৌঁছেছেন। পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস দলের তরফে বিধানসভায় ভোট প্রক্রিয়ার নজরদারি চালাবেন বলে তৃণমূল কংগ্রেস সূত্র জানানো হয়েছে।