রাষ্ট্রপতি নির্বাচনের আগে হঠাৎ উধাও ছত্তিশগড়ের প্রভাবশালী মন্ত্রী, আতঙ্কে কংগ্রেস
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের পর কী এবার আদিবাসী অধ্যুষিত ছত্রিশগড়ে শুরু হতে চলেছে অপারেশন লোটাস! কংগ্রেসের প্রবীণ ও প্রভাবশালী মন্ত্রী টিসি সিংদেও হঠাৎ উধাও হয়ে যাওয়ায় তেমনই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মুখ্যমন্ত্রী
ভূপেশ বাঘেল বারবার চেষ্টা করেও ফোনে যোগাযোগ করতে পারেননি ওই মন্ত্রীর সঙ্গে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক মুহুর্তে আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে কংগ্রেসে। রাজনৈতিক দলটির আশঙ্কা রাষ্ট্রপতি নির্বাচনে ছত্তিশগড়ে ব্যাপক ক্রস ভোটিং হতে পারে।
২০১৮ সালের শেষ দিকে ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল। তার মধ্যে চমক তৈরি করে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে ক্ষমতা দখল করে কংগ্রেস। যদিও অপারেশন লোটাসের ধাক্কায় দেড় বছরের মাথায় মধ্যপ্রদেশ তাদের হাতছাড়া হয়ে যায়।
৯০ আসনের ছত্তিশগড় বিধানসভায় কংগ্রেস একাই ৭১ টি আসনে জিতে দুই-তৃতীয়াংশ বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল। ফলে আপাতদৃষ্টিতে মাঝপথে সে রাজ্যে গদি হারানোর আশঙ্কা তেমন একটা নেই। কিন্তু সরকার আড়াই বছর চলার পর থেকেই মুখ্যমন্ত্রী পদে বসার জন্য প্রকাশ্যে দাবি তুলতে শুরু করেন রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে থাকা প্রবীণ মন্ত্রী টিসি সিংহদেও।
তাঁর দাবি, সরকার গঠনের সময় বলা হয়েছিল ভূপেশ বাঘেল আড়াই বছরের জন্য মুখ্যমন্ত্রী পদে থাকবে। তারপর তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে। যদিও কংগ্রেস হাইকমান্ড তাঁর এই দাবি মেনে নেয়নি।
গত পরশু হঠাৎই মুখ্যমন্ত্রীকে দীর্ঘ চার পাতার চিঠি লিখে টিসি সিংদেও তাঁর হাতে থাকা গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রক ছেড়ে দেওয়ার কথা জানান। তবে স্বাস্থ্য ও বাণিজ্যকর মন্ত্রকের দায়িত্বে থাকবেন বলেও জানিয়েছিলেন। প্রবীণ মন্ত্রীর অর্ধেক দায়িত্ব ছেড়ে দেওয়ার চিঠি পেয়েই নড়েচড়ে বসেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাগেল। তিনি বারবার তাঁর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করলেও গতকাল ব্যর্থ হন।
এমনকি রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন মুখ্যমন্ত্রীর বাসভবনে কংগ্রেস পরিষদীয় দলের ডাকা বৈঠকেও উপস্থিত ছিলেন না ওই মন্ত্রী। কেউ বলতে পারছে না তিনি কোথায় গিয়েছেন। এই অবস্থায় অপারেশনের লোটাসের জল্পনা ক্রমশই বাড়ছে কংগ্রেস শিবিরে।
যদিও রাজ্য নেতাদের একাংশের ধারণা ওই প্রবীণ নেতা এত তাড়াতাড়ি কিছু করবেন না। তিনি হয়ত দিল্লিতে গিয়েছেন হাই কমান্ডের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানাতে।