রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির মাষ্টার স্ট্রোক বুমেরাং হতে পারে উপরাষ্ট্রপতি ভোটেই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনে জনজাতি গোষ্ঠীর দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে মাস্টার স্ট্রোক চেলেছিল বিজেপি। একে মহিলা, তার উপর আদিবাসী সম্প্রদায়ের হওয়ায় বিজেপি বিরোধী অনেক দলও তাঁকে সমর্থন করে। সোমবার সেই ভোট হয়ে গিয়েছে। বিরোধীদেরও একাংশের সমর্থন পেয়ে রাইসিনা হিলের সাদা বাড়িতে দ্রৌপদী মুর্মুর প্রবেশ এখন কার্যত সময়ের অপেক্ষা।
কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে বিরোধীদের একাংশের সমর্থন করাকে বিজেপি রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে। তাদের দাবি এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে দেশে বিরোধী ঐক্য বলে কিছু নেই। যদিও উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির এই ছক সম্পূর্ণ ভেস্তে যাওয়ার মুখে দাঁড়িয়ে।
দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক হওয়ার জন্য ইতিমধ্যেই বাংলার সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করে দিয়েছে গেরুয়া শিবির। পাল্টা বিরোধীরা একজোট হয়ে কংগ্রেসের বর্ষিয়ান নেত্রী তথা প্রাক্তন রাজ্যপাল, অন্যতম সংখ্যালঘু মুখ মার্গারেট আলভাকে প্রার্থী করেছে।
অনুপস্থিত তৃণমূল বিধায়ক, রাষ্ট্রপতি নির্বাচনে বাংলায় ভোট পড়ল ২৯১ টি
বিজেপি জাঠ ধনখড়কে প্রার্থী করে রাজস্থান, হরিয়ানার মতো রাজ্যে কৃষক বিক্ষোভের ক্ষতে প্রলেপ লাগাতে চাইছে। এতে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সফল হতে পারে, কিন্তু তিনি এমন কেউ নন যাঁকে বিরোধীরাও সমর্থন করবে। তাই রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে শিবসেনা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মত বিরোধী দলগুলি সমর্থন করলেও উপরাষ্ট্রপতি নির্বাচনে তা হওয়ার সম্ভাবনা প্রায় নেই।
উপরাষ্ট্রপতি নির্বাচনে শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ভোট দেন। সেই হিসেবে জগদীপ ধনখড়ের জয় নিয়ে বিশেষ সংশয় নেই। কিন্তু এই নির্বাচনকে বিজেপি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করতে চাইছে তা সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম।
তার উপর তৃণমূল কংগ্রেস এখনও তাদের সিদ্ধান্ত ঘোষণা করেনি। তারা যদি মার্গারেট আলভাকেই সমর্থন করে তবে শেষ মুহূর্তে জগদীপ ধনখড়কে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে ফেলে দিতে পারেন মার্গারেট আলভা।