ইডির আর্জি মেনে পার্থকে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার নির্দেশ আদালতের, ডিভিশন বেঞ্চে গেলেন মন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একেবারে রামধাক্কা খেলেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট ইডির আর্জি মেনে গ্রেফতার হওয়া মন্ত্রীকে ভুবনেশ্বর নিয়ে যাওয়ার অনুমতি দিল। ফলে সোমবার সকাল ৭ টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে পার্থকে নিয়ে ভুবনেশ্বর রওনা দেবেন ইডি। যদিও এই রায় চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। আজ রাতেই শুনানির আবেদন জানিয়েছেন তিনি।
কলকাতা হাইকোর্টের বিচারপতি বিনোদ চৌধুরীর এজলাসে ইডির আইনজীবীরা দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ। তাঁকে ফিট সার্টিফিকেট দিয়েছে জোকার ইএসআই। তবু জোর করে এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন এই মন্ত্রী। এরপরই ইডির পক্ষ থেকে রাজ্যের সেরা হাসপাতাল এসএসকেএম নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী বলেন, এসএসকেএম হাসপাতালে অপরাধ ধামাচাপা দেওয়া হচ্ছে!
বাম জামানার চাকরি নিয়ে পাল্টা চ্যালেঞ্জ বিকাশের, গ্রহণ করবেন মমতা?
ইডির পক্ষ থেকে কল্যাণী আইমসে নিয়ে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার আবেদন জানানো হয়। সেই সময় বিচারক জানান কল্যাণী এইমসের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তাঁর ভরসা নেই। তখন ইডির পক্ষ থেকে ভুবনেশ্বর এইমসের কথা বলা হয়। শেষ পর্যন্ত বিচারক সেই আরজি মেনে নিয়ে জানান এয়ার অ্যাম্বুলেন্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর নিয়ে যেতে হবে। সোমবার দুপুর তিনটের মধ্যে তাঁর শারীরিক পরীক্ষার সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে হবে আদালতে।
এরপরই ইডির পক্ষ থেকে জানা যায় সোমবার সকাল সাতটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তারা পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর উড়িয়ে নিয়ে যাবে। এসএসকেএমের উপর ভরসা না রেখে তাঁকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার এই রায় নিঃসন্দেহে বড়সড় ধাক্কা পার্থবাবুর কাছে। তা তাঁর পরবর্তী পদক্ষেপ থেকেই পরিষ্কার হয়ে যায়। রায় হাতে পাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর আইনজীবী কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সিঙ্গেল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেন।
পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আজ রাতেই জরুরি শুনানির আর্জি জানানো হলেও শেষ পর্যন্ত কী হবে তা স্পষ্ট নয়।