রাজ্যের আইনশৃঙ্খলার রিপোর্ট দিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন রাজ্যপাল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন দুপুর ২ টো ৪৫ নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর পার্লামেন্টের অফিসে দেখা করবেন রাজ্যপাল। রাজ্যপাল পদে নিযুক্ত হওয়ার পর এই প্রথমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তিনি।


শুক্রবার টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, “রাজ্যপাল হওয়ার পর এই প্রথমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করব। আমার অনুরোধেই এদিন বৈঠকের জন্য রাজি হয়েছেন তিনি”। পশ্চিমবঙ্গবাসীর স্বার্থে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুনঃ বিরোধী এবং ভোটারদের অভিযোগেই বেশী গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন

এর আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্য সরকারের বিরোধিতায় সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালকে ঘিরে ছাত্রদের বিক্ষোভের পর রাজ্যের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল।

সম্পর্কিত পোস্ট