গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর উদ্যোগ, রাজ্য ও কলকাতা পুলিশে বিপুল নিয়োগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মন্ত্রিসভার সিদ্ধান্ত মত রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হল।রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে গোয়েন্দা বিভাগে মোট ৬০০ জনকে নিয়োগ করা হবে। কয়েকদিনের মধ্যেই নিয়োগের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে।
একই সঙ্গে ২ হাজার কনস্টেবল নিয়োগ করা হবে। এর মধ্যে ১৪২০ জনকে নেওয়া হবে উইনার্স স্কোয়াডে। প্রসঙ্গত, এই উইনার্স স্কোয়াড হল কলকাতা পুলিশের মহিলা কর্মীদের নিয়ে গঠিত স্কোয়াড। যার অর্থ হল, ২ হাজার কনস্টেবলের মধ্যে ১৪২০ টি পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য।
এজেন্সির স্ট্র্যাটেজি বদল, পার্থর পর কে? সংশয় বাড়ছে তৃণমূলের সিন্ডিকেটে
এ ছাড়া জঙ্গলমহলে ১০৫ জন হোম গার্ড নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্র দফতর। এর মধ্যে ৪৮ টি শূন্যপদে প্রাক্তন মাওবাদীদের নেওয়া হবে। বাকি পদে মাওবাদী পরিবারের থেকে ছেলেমেয়েদের নেওয়া হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়ে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের উন্নয়নের মূল স্রোতে ফেরানোর জন্য আর্থ সামাজিক উন্নয়নের অঙ্গীকারও করেছিলেন তিনি।