অর্পিতার বেলঘড়িয়ার ফ্ল্যাটেও বিপুল টাকা, টাকার অঙ্কও বিপুল ; জানাচ্ছে ইডি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টালিগঞ্জের পরে এবার অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার হদিশ! টাকা গোনার জন্য আনা হল ৫টি কাউন্টিং মেশিন। বেলঘড়িয়া রথতলায় অর্পিতার ফ্লাটে প্রায় সকালেই ইডি অধিকারিকরা পৌঁছালেও অর্পিতার ফ্ল্যাটে তারা প্রবেশ করতে পারেনি ।অর্পিতার ফ্লাট দুটি লক থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেন ইডি আধিকারিকারা। এর মাঝে একজন চাবিওয়ালা কে ডাকা হলেও তিনি এসে ফিরে যান। তারপরই তালা ভেঙে ঢোকে অফিসাররা।
এ যেন কুবেরের রত্নভাণ্ডার! পার্থর নিত্য নতুন সম্পত্তির সন্ধান
রাজ্যের হেভিওয়েট রাজনীতিবিদ তথা শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ‘ঘনিষ্ঠ’ হলেন এই অর্পিতা মুখার্জি। তিনি পেশায় অভিনেত্রী। তাঁরই ফ্ল্যাট থেকে গত শনিবার সন্ধেয় ইডি নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। কেন্দ্রীয় এজেন্সিটির দাবি, এসএসসি সহ রাজ্যের শিক্ষক নিয়োগে যে দুর্ণীতি হয়েছে এই টাকা তারই অংশ!
গত শুক্রবার সকাল ৮ টায় ইডির অফিসাররা হঠাৎই নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি অভিযান চলার মাঝেই দুপুরের দিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল হাজির হয় অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে। জানা গিয়েছে তাঁর ঘরের বিভিন্ন জায়গায় এই বিপুল অর্থ লুকিয়ে রাখা ছিল।
ইডি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল থেকেই বেলঘড়িয়ার ফ্ল্যাটের দিকে নজর ছিল আধিকারিকদের। জানা যাচ্ছে বড় বড় কাউন্টিং মেশিন আনা হয়েছে। মনে করা হচ্ছে টাকার পরিমান আরও বাড়তে পারে।