কঠোরভাবে ১০০ দিনের কাজের নিয়মাবলী মেনে চলার নির্দেশ রাজ্যের
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রাজ্যে একশ দিনের কাজের প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় কেন্দ্রীয় পরিদর্শক দলের সফর চলাকালীন ওই প্রকল্পের নিয়মাবলী অক্ষরে অক্ষরে মেনে চলতে রাজ্য সরকার জেলাগুলিকে কঠোর নির্দেশ দিয়েছে।
জেলাশাসকদের কাছে পঞ্চায়েতের বিশেষ সচিব পদমর্যাদার এক আধিকারিক চিঠি দিয়ে জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রক কাজের যে তালিকা তৈরি করে দিয়েছে তার ভিত্তিতেই ১০০ দিনের কর্মসংস্থান প্রকল্প রূপায়ণ করাতে হবে।
স্কুলগুলিতে জয় হিন্দ বাহিনী গঠন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের
এর বাইরে কোনও কাজ কার হলে তা বেআইনি। এধরনের কাজের কোনও পরিকল্পনা থাকলে তা এখনই বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে যারা এই প্রকল্পের কাজ চাইবেন শুধুমাত্র তাদেরই কাজ দিতে হবে।
এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কি কাজ করা হবে, তাতে কি সম্পদ সৃষ্টি হবে তা যথাযথভাবে নীরিক্ষন করতে হবে। জব কার্ড নির্দিষ্ট ব্যক্তি বা উপভোক্তার কাছে ছাড়া কোথাও রাখা যাবেনা। এমনকি তা পঞ্চায়েতের কাছেও রাখা হলে তাও বেআইনি বলে গণ্য করা হবে।
কারা কাজ করবেন তার একটি ই-মাস্টার রোল তৈরি করতে হবে। সেই মাস্টার রোলের ভিত্তিতেই মজুরির জন্য পে অর্ডার ইস্যু করতে হবে। সম্পদ সৃষ্টি হবে না এমন কোনও কাজ এই প্রকল্পের মাধ্যমে কারনো যাবে না ।