আবার প্লেয়িং ইলেভেনে দেখা যাবে বাবুল সুপ্রিয়কে
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর টানা সাত বছর কেন্দ্রের মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু গত বছর আচমকাই মোদি মন্ত্রিসভা থেকে বাদ পড়েন। এমনিতেই দিলীপ ঘোষদের জন্য রাজ্য বিজেপিতে কোণঠাসা ছিলেন বাবুল। ফলে তাঁর কাজ করার পরিসরটাই সঙ্কুচিত হয়ে যায়।
কিন্তু মানুষের জন্য কাজ করবেন বলেই উজ্জ্বল সংগীত কেরিয়ারকে তুচ্ছ করে রাজনীতিতে এসেছিলেন। সেটাই যখন হল না তখন আর বিজেপি থেকে করবেন কী! ফলে গেরুয়া শিবির ত্যাগ করেন, ইস্তফা দেন আসানসোলের সাংসদ পদে। কিন্তু ফের তাঁকে প্লেয়িং ইলেভেনে দেখা যেতে চলেছে।
ব্যাপারটা কী? বাবুল সুপ্রিয় বিজেপি ছাড়ার সময় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিলেন, ‘প্লেয়িং ইলেভেনে যখন থাকতে পারব না তখন রিজার্ভ বেঞ্চে বসে করবটা কী?’ সেই বিষয়টা সামনে তুলে ধরেই আমরা এই শিরোনাম করেছি।
কারণ বুধবার বিকেল চারটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য মন্ত্রিসভার যে সম্প্রসারণ করবেন সেখানে বাবুল সুপ্রিয়র জায়গা পাওয়া একরকম পাকা। সূত্রের খবর তার পূর্ব অভিজ্ঞতা থাকায় একেবারে সরাসরি ক্যাবিনেট মন্ত্রী হতে চলেছেন বাবুল।
রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও নিশ্চিত করে নতুন কারা মন্ত্রী হচ্ছেন সেই তালিকা সামনে না আনা হলেও বাবুল সুপ্রিয়, অর্থাৎ বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক যে সেখানে জায়গা পাচ্ছেন সেটা একরকম নিশ্চিত।
সম্ভবত কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছ থেকে নগরোন্নয়ন দফতরটা নিয়ে তারই পূর্ণ মন্ত্রী করা হবে বাবুলকে। উল্লেখ্য মোদি জামানাতেও বেশ কিছুদিন একই দায়িত্ব পালন করেছিলেন তিনি।