Big Breaking : গ্রেফতার অনুব্রত মণ্ডল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আর টালবাহানা নয়, শেষ পর্যন্ত গ্রেফতারই হলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালেই বিপুল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর বোলপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। ঘন্টাখানেক জিজ্ঞাসাবেদের পরই বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে তারা।
করা যাবে না রেফার, রোগী ভর্তি নিয়ে হয়রানি ঠেকাতে উদ্যোগী রাজ্য
গরু পাচার মামলাতেই অনুব্রত মণ্ডল গ্রেফতার হলেন। এছাড়াও তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই। চিকিৎসদের ধরে যেকোনও উপায়ে এই গ্রেফতারি এড়িয়ে যেতে চেয়েছিলেন অনুব্রত, কিন্তু তাঁর সেই কৌশল শেষপর্যন্ত সফল হল না।
গরু পাচার মামলায় এর আগে বারবার সিবিআইয়ের সমন এড়িয়ে যান অনুব্রত। বুধবার কলকাতার নিজাম প্যালেসে এসে তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু কলকাতা আসা দূর, সারাদিন বাড়ি থেকেই বের হননি। এর আগে তাঁর চিকিৎসা নিয়েও বিতর্ক তৈরি হয়।
এসএসকেএমের চিকিৎসকরা তাঁকে ভর্তি না নেওয়ায় বোলপুর ফিরে যান অনুব্রত। পরের দিনই সিবিআই তাঁর বোলপুরের বাড়ি গিয়ে হাজিরার নোটিশ দিয়ে আসে। এর কিছুক্ষণের মধ্যে জেলা হাসপাতালের এক সার্জন গিয়ে তাঁকে বেড রেস্ট লিখে দেন। যদিও পরে ওই চিকিৎসক জানান তাঁকে এই প্রেসক্রিপশন লিখতে বাধ্য করা হয়েছিল।
তখনই বোঝা যায় সিবিআইয়ের হাজিরা এড়াতে শেষ ভরসা হিসেবে চিকিৎসকদের শরনাপন্ন হয়েছেন কেষ্ট মণ্ডল। কিন্তু তাঁকে আর সময় দিলেন না কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের পর ফের তৃণমূলের আরেক শীর্ষ স্থানীয় নেতা গ্রেফতার হলেন। অনুব্রত মণ্ডল শুধু তৃণমূলের জেলা সভাপতি ছিলেন না, দলের সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটির অন্যতম সদস্যও বটে।