অনুব্রতকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল সিবিআই, তোলা হবে আসানসোল আদালতে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অনুব্রত মণ্ডল গ্রেফতার। আর সূত্রের খবর নয়, এ একেবারে ১০০% নিশ্চিত তথ্য। তাঁকে বোলপুরের বাড়ি থেকে তুলে নিয়ে গেল সিবিআই। বীরভূমের মুকুটহীন সম্রাট অনুব্রত মণ্ডলের চূড়ান্ত পতন হল রাখি পূর্ণিমার সকালে।
বীরভূম মানেই কেষ্ট মণ্ডল, শেষ এক দশকে এটাই হয়ে দাঁড়িয়েছিল বাস্তব পরিস্থিতি। অথচ তিনি সাংসদ-বিধায়ক কিছুই নন। স্রেফ শাসকদলের জেলা সভাপতি। কিন্তু মন্ত্রীরা পর্যন্ত তাঁর কথায় উঠতেন-বসতেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সংঘর্ষ বহুল বীরভূমের দায়িত্ব তাঁর হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত ছিলেন।
কারণ কেষ্ট আছে মানে সব ঠিক থাকবে। তাঁর প্রভাব এতটাই বেশি ছিল যে বীরভূমের গন্ডি ছাড়িয়ে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক কাজকর্ম দেখার দায়িত্বও পেয়েছিলেন। আরও উত্থান ঘটে চলতি বছরেই তৃণমূলের সর্বোচ্চ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটির সদস্য হন কেষ্ট মণ্ডল।
তবে ২০২১ এ তৃতীয় তৃণমূল সরকার গঠন হওয়ার পর থেকেই একাধিক মামলায় তাঁর বিরুদ্ধে সক্রিয়তা বাড়াতে শুরু করে ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি। তবে গরু পাচার মামলায় তাঁর একসময়ের দেহরক্ষী সায়গল হোসেনের গ্রেফতারি এবং তার বিপুল সম্পত্তির হদিশ মেলার পরই বোঝা গিয়েছিল অনুব্রতর বিপদ বাড়তে চলেছে।
Big Breaking : গ্রেফতার অনুব্রত মণ্ডল
বারবার শরীর খারাপ, রাজনৈতিক কাজ নানান অজুহাত তুলে তিনি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এড়িয়ে যেতে থাকেন। তবে শেষ কয়েক সপ্তাহে ফাঁস ক্রমশ শক্ত করছিল কেন্দ্রীয় এজেন্সি। শেষপর্যন্ত বৃহস্পতিবার সাতসকালে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁর বোলপুরের বাড়িতে হাজির হয় সিবিআই। ঘন্টাখানেক জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে।
বোলপুরে বাড়ি থেকে অনুব্রতকে নিয়ে সিবিআইয়ের কনভয় আসানসোলের দিকে রওনা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর সেখানকার আদালতে তোলা হবে এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে। সম্ভবত ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসবে সিবিআই। শুরু হবে দীর্ঘ জেরার পর্ব।