নতুন তৃণমূলটা কী? পাল্টা পোস্টারও পড়ল, তবে কি ঝড় আসতে চলেছে বঙ্গে!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একেই বোধহয় বলে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ‘আগামী ছয় মাসে নতুন তৃণমূল’ পোস্টারের পর এবার মমতা ও অভিষেকের যৌথ ছবি দেওয়া ‘পুরাতন আমাদের ভিত্তি, নতুন ভবিষ্যৎ’ পোস্টার চোখে পড়ল। যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।
মাথায় রাখতে হবে এই দুটো পোস্টারের কোনটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়নি। ছ’মাসের মধ্যে নতুন তৃণমূল আসার ঘোষণা দেওয়া পোস্টারের মূল কাণ্ডরী হিসেবে উঠে আসছে কালীঘাট-রাসবিহারী এলাকার এক যুব তৃণমূল নেতার নাম।
অপরদিকে নিশ্চিত করে কিছু জানা না গেলেও, মূলত উত্তর কলকাতার কিছু অঞ্চলে মমতা-অভিষেকের যৌথ ছবি দেওয়া দ্বিতীয় পোস্টারটি নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, প্রথমটির পাল্টা দ্বিতীয় পোস্টার দেওয়া হয়েছে।
যদিও এই নিয়ে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ কোনও মন্তব্য করেননি। বাংলার শাসক দলের পক্ষ থেকে শুধু জানানো হয়েছে, এটা কোনও দলীয় ব্যাপার নয়। সমর্থকরা নিজেদের খেয়ালখুশিমতো কিছু করে থাকতে পারে। এর সঙ্গে দলের সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই।
দলের নাম ছাড়া বাজপেয়ি-আদবানির সব চিহ্ন বিজেপি থেকে মুছে দিতে চলেছেন মোদি-শাহ?
তবে সিবিআই-ইডি হানাদারীর মাঝে এমন পোস্টারেকে ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা থেমে নেই। বিরোধীদের একাংশ কটাক্ষ করে বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের কোণঠাসা করে দেওয়ার উদ্দেশ্যেই এই পোস্টার। আবার কারোর দাবি, ২০২৩ এর শুরুতে বড় বদল আসতে পারে তৃণমূল কংগ্রেসে। কিন্তু সেই বদল কী হবে তা নিয়ে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছে না।
ঘটনা হল, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া যেমন তৃণমূল কংগ্রেসকে ভাবা যায় না, তেমনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রীতিমতো ঈর্ষণীয়। বলতে গেলে বর্তমান সময়ে রাজ্যের দ্বিতীয় জনপ্রিয়তম রাজনীতিবিদ তরুণ অভিষেক।
নতুন প্রজন্মের একটা বড় অংশ তাঁকে সরাসরি সরকার পরিচালনায় দেখতে চায়। তাদের বিভিন্ন সময়ে করা মন্তব্য, সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই বিষয়টি পরিষ্কার। ফলে নতুন তৃণমূলের ঘোষণা দেওয়া পোস্টার সেই জল্পনা ও মনোবাসনার বহিঃপ্রকাশের অংশ হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের অনুমান।