হুড়মুড়িয়ে পড়ল ইয়েস ব্যাঙ্কের শেয়ার
রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, ইয়েস ব্যাঙ্কের বেহাল দশা কাটাতে স্টেট ব্যাঙ্কের প্রাক্তন সিইও প্রশান্ত কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- নভেল করোনা ভাইরাসের জেরে একেই বেহাল অবস্থা অর্থনীতির । যার প্রভাব পড়েছে মুম্বাই স্টক এক্সচেঞ্জে ।
ইয়েস ব্যাঙ্কের শেয়ার পতন
গত কয়েক মাস ধরে অর্থনীতির দুরাবস্থা কাটার কোনো নাম নেই ।
আর এসবের মাঝেই অনিশ্চয়তার জেরে ৮৫ শতাংশ পড়ে গেল ইয়েস ব্যাঙ্কের শেয়ার ।
দেশের বেশ কয়েকটি জায়গায় বেহাল হয়ে পড়েছে ইয়েস ব্যাঙ্কের এটিএম এবং নেট ব্যাঙ্কিং পরিষেবা ।
আরও পড়ুন : #coronavirusindia করোনার প্রকোপে টালমাটাল বিএসই-র শেয়ার বাজার
আতঙ্কিত হয়ে পড়েছেন আমানতকারীরা ।
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন,‘‘আমানতকারীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তাঁদের যাবতীয় আমানত সুরক্ষিত থাকবে ।’’
একই সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ন ও রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাসের গলায় ।
শুক্রবার সকালে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দাম নেমে গিয়ে দাঁড়ায় ৫ টাকা ৬৫ পয়সায় ।
অথচ বৃহস্পতিবার বাজার বন্ধ হওয়ার সময় ছিল ৩৬ টাকা ৮০ পয়সা ।
ইয়েস ব্যাঙ্কের শেয়ার পতনে কি বলছেন বিরোধীরা
ব্যাঙ্কের করুণ পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী ।
শুক্রবার টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘‘নো ইয়েস ব্যাঙ্ক । প্রধানমন্ত্রী মোদী আর তাঁর চিন্তাভাবনাগুলিই ভারতের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে ।’’
ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমও ।
টুইটে চিদম্বরম লিখেছেন, ‘‘ব্যাঙ্ক নিয়ন্ত্রণ ব্যবস্থার সার্বিক ব্যর্থতাই এর জন্য দায়ী। ৬ বছর ক্ষমতাসীন বিজেপি যে এ ব্যাপারে ব্যর্থ, তা স্পষ্ট হয়ে গিয়েছে । এটাই শেষ নাকি এমন ঘটনা আরও ঘটতে চলেছে? যদিও সরকার মুখে কুলুপ এঁটে রয়েছে। আমানতকারীরা কী করেন, জানার অপেক্ষায় থাকলাম। তাঁরা নিশ্চয়ই পিএমসি ব্যাঙ্কের আমানতকারীদের মতোই গভীর উদ্বেগে রয়েছেন।’’
রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, ইয়েস ব্যাঙ্কের বেহাল দশা কাটাতে স্টেট ব্যাঙ্কের প্রাক্তন সিইও প্রশান্ত কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে ।
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, ‘‘আমাদের লক্ষ্য, যত তাড়াতাড়ি সম্ভব ইয়েস ব্যাঙ্কের পুনরুজ্জীবন ঘটানো । যে যে ভাবে তা করা সম্ভব, সেই সবক’টি উপায়েই ইয়েস ব্যাঙ্ককে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে ।’’
আরবিআইয়ের নির্দেশিকা
নির্দেশিকা জারি করে ইয়েস ব্যাঙ্ক থেকে গ্রাহকদের টাকা তোলার ঊর্ধ্বসীমা বেঁধেছে আরবিআই ।
আরও পড়ুন : দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে করোনাঃ মনমোহন সিং
৩ এপ্রিলের মধ্যে আমানতকারীরা ৫০,০০০ টাকার বেশি তুলতে পারবেন না । ড্রাফট বা পে-অর্ডারের ক্ষেত্রে অবশ্য এই ঊর্ধ্বসীমা কার্যকর হবে না ।
অসুস্থতা, পড়াশোনা বা বিয়ের জন্য টাকা তোলা যাবে । কিন্তু এই সময়ের মধ্যে কোনও ব্যাঙ্কের তরফে কোনো ঋণ দেওয়া হবে না ।
ভেঙে দেওয়া হয়েছে ইয়েস ব্যাঙ্কের পরিচালন পর্ষদও ।