হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণে বিশেষ জোর রাজ্যের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা অতিমারীর প্রকোপ স্তিমিত হওয়ায় রাজ্য সরকার আবার শিশুদের হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণে জোর আনতে বিশেষ অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২১-২৪ ডিসেম্বর পর্যন্ত গোটা রাজ্যজুড়ে এই টিকাকরণ কর্মসূচি চলবে। সব শিশুর যাতে এই টিকা পায়, তা সুনিশ্চিত করতে হবে বলে স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত সব শিশুদের বিনামূল্যে এই টিকা দেওয়া হবে ।

সরকারি-বেসরকারি স্কুলের পাশাপাশি ,অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুলছুট, পরিযায়ী শ্রমিকদের শিশু,হোম এবং শেল্টারের আবাসিক, পথশিশুদেরও টিকারণের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। চা বাগান, ইঁট ভাটা, আদিবাসী অধ্যুষিত এলাকা, প্রত্যন্ত পাহাড়ি এলাকায় টিকাকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

ডিসেম্বরেই হতে পারে হাওড়া পুরনিগমের ভোট

টিকাকরণের কাজ সুষ্ঠু ভাবে পর্যালোচনা করতে জেলাশাসকের নেতৃত্বে কোর গ্রুপ গঠন করা হবে। জেলার পুলিশ সুপার, কমিশনারেট এলাকায় পুলিশ কমিশনার, জেলা বিদ্যালয় পরিদর্শক, বেসরকারি চিকিৎসক, নার্সিং হোম, বেসরকারি স্কুলের প্রতিনিধিরা এই কোর গ্রুপে থাকবেন। এই কমিটি সংশ্লিষ্ট জেলায় টিকাকরণ কর্মসূচির রূপরেখা তৈরি করবে।

সম্পর্কিত পোস্ট