রাজস্থানে তাক লাগানো সাফল্য এসএফআইয়ের, অন্তত ৩০ কলেজে ছাত্র সংসদ গঠনের পথে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজস্থান বললে শুধু মরুভূমি নয়, সাম্প্রতিককালে মৌলবাদীদের চোখ রাঙানোর একের পর এক ঘটনা ভেসে ওঠে। সেখানেই এবার বড় সাফল্য পেল এসএফআই। সিপিএমের ছাত্র সংগঠনটি রাজস্থানের কলেজ-বিশ্ববিদ্যালয়ের ভোটে তাক লাগানো ফল করেছে। প্রায় ৩০ টি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন করতে চলেছে এসএফআই।
রাজস্থানের শিকর জেলা ধীরে ধীরে বামেদের শক্ত ঘাঁটিতে পরিণত হতে চলেছে। এই জেলার সবকটি কলেজ ও বিশ্ববিদ্যালয় একচেটিয়া সাফল্য পেয়েছে এসএফআই এবং সিপিআইয়ের ছাত্র সংগঠন এআইএসএফ। বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি ও কংগ্রেসের ছাত্র সংগঠন আইএনএসইউকে মুছে দিয়ে ১০০% আসনই দখল করেছে বাম ছাত্র সংগঠনগুলি। হিন্দুত্ববাদীদের অন্যতম আঁতুড় ঘর রাজস্থানে বাম ছাত্র সংগঠনের এই সাফল্য ইতিমধ্যেই গোটা দেশে সারা ফেলে দিয়েছে।
হাম এবং রুবেলা ভাইরাসের টিকাকরণে বিশেষ জোর রাজ্যের
এসএফআই সূত্রের খবর, সবকটি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ফলাফল প্রকাশ্যে এলে তারা ৩০ এর থেকেও বেশি সংখ্যক ছাত্র সংগঠন দখল করবে। উল্লেখ্য রাজস্থানে ইতিমধ্যেই সিপিএমের কৃষক সংগঠন এআইকেএস বেশ ভালো মতো প্রভাব বিস্তার করেছে।
তাদের শ্রমিক সংগঠন সিটু রাজধানী জয়পুর সহ বিভিন্ন এলাকায় প্রধান শ্রমিক সংগঠন হিসেবে উঠে এসেছে। এবার সে রাজ্যে ছাত্র সংগঠন এসএফআই চমক তৈরি করল। ফলে আগামী বছরের বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বামেদের আরও ভালো ফলের সম্ভাবনা উজ্জ্বল হল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।