স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উগরে দিলেন রাজ্যপাল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যপাল পদে নিযুক্ত হওয়ার পর এই প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর পার্লামেন্টারি ভবনে মুলত রাজ্যের আইনশৃংখলার কথাই তুলে ধরেন তিনি। প্রায় আধ ঘন্টা ধরে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গের উদ্বেগজনক পরিস্থিতির কথাই নালিশ করেন রাজ্যপাল।  

এদিন বৈঠকের পর রাজ্যপাল জানিয়েছেন অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। রাজ্যের বেশকিছু উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাশপাশি শুরু থেকেই তিন রাজ্যের আইনশৃংখলা নিয়ে যে অভিযোগ তুলেছিলেন সে বিষয়েও এদিন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুনঃ দিল্লি হিংসা : এখনই বিতর্ক এড়ালো সরকার, বুধবার পর্যন্ত মুলতুবি সংসদ

কিছু আগেই বিধানসভায় বাজেট পেশ হয়েছে। বাজেট পেশে লাইভ সম্প্রচার করা হলেও, রাজ্যপালের ভাষণে লাইভ সম্প্রচারের অনুমতি না দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাজ্যপাল। এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই নালিশ জানিয়েছেন তিনি। 

সম্প্রতি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যপালের উপস্থিতি নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা । যাদবপুর, কলকাতা এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ঘটনার কথাও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানিয়েছেন বলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে পড়ল ইয়েস ব্যাঙ্কের শেয়ার

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। পুরসভা নির্বাচনে সেই ঘটনার যাতে না পুনরাবৃত্তি হয় সেই মর্মে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। পাশপাশি রাজ্যপালের অভিযোগ, জনসাধারণের টাকা নিয়ে নয়ছয় করেছে রাজ্য সরকার।  জনগণের টাকায় নির্বাচনের প্রচার করেছেন বলে জানিয়েছেন তিনি। যদিও এখনও অবধি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির কোনও প্রয়োজন নেই বলে দাবী করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। 

কিছুদিন আগেই বাংলায় জনসভা করে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রাক্তন সভাপতিকে জানিয়েছেন দলের নেতারা। এমনটাই সূত্রের খবর। কমবেশী প্রতিটি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাই রাজ্যপালের কাছে পাওয়া রিপোর্টে সেই তথ্যই যাচাই করে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। 

সম্পর্কিত পোস্ট