কেষ্টকে বীরের মর্যাদা! উজ্জীবিত নিচুতলা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পার্থ আর কেষ্ট যে তাঁর কাছে এক নয় তা ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বরং একধাপ এগিয়ে অনুব্রত মণ্ডলকে বীরের সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করলেন। নেতাজি ইনডোর থেকে বললেন, “কেষ্টকে যত জেলে রাখবে তত তার তিনগুণ বেশি আন্দোলন হবে। ওকে বীরের মতো বের করে আনবে!”

গরু পাচার মামলায় ধৃত অনুব্রতর কারাবাসের মেয়াদ সদ্য বাড়িয়েছে আদালত। তাঁর ও মেয়ে সুকন্যার একের পর এক সম্পত্তির হদিশ পাওয়া যাচ্ছে। প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন‌ সহ বীরভূমের কেষ্ট ঘনিষ্ঠদের রাতারাতি এক একজনের কুবের বনে যাওয়া, বিপুল সম্পত্তির সন্ধান বের হচ্ছে। এমন একটা সময়ে কেষ্ট মণ্ডলকে বীরের মর্যাদা দিলেন কেন মমতা?

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি তৃণমূলের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা ছিল। তার‌ উপর তাঁর ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে নগদ ৫০ কোটি টাকা, বিপুল গয়নার পাশাপাশি পার্থর নামে-বেনামে বিপুল সম্পত্তির হদিশ গোটা বিষয়টি কেঁচিয়ে দেয়।

বিশেষ করে মেয়ে কাণ্ডে জড়িয়ে ভাবমূর্তি এমন জায়গায় যায় যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দল ও মন্ত্রিসভা থেকে বহিস্কার করতে বাধ্য হয় তৃণমূল। এরপর বীরভূমের মুকুটহীন সম্রাট অনুব্রতর গ্রেফতারি তৃণমূল কর্মীদের মনোবল একেবারে তলানিতে নিয়ে চলে যায়।

শুভেন্দু-সুজন টাকা নিয়েছে বলতে চাপ! মালিক সুদীপ্তর উল্টো পথে সারদার নম্বর-টু দেবযানী

এখন রাস্তাঘাটে মানুষ দল ও সরকারের ব্যাপারে যাতা বলছে, চায়ের ঠেকে চোর, ধান্দাবাজ বলে কটাক্ষের মুখে পড়তে হচ্ছে সাধারণ তৃণমূল কর্মীদের। যে কর্মী এসব শুনছেন তিনি হয়তো জীবনে পাঁচটা পয়সা কারোর থেকে নেননি। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় তাঁরা তেমন ক্ষুব্ধ হচ্ছেন, তেমন‌ই হতাশাগ্রস্থ‌ও হয়ে পড়ছেন। এই অবস্থায় কর্মীদের নেতা অনুব্রতকে বীরে মর্যাদা দিয়ে কার্যত গোটা দলকে চাঙ্গা করার চেষ্টা করলেন তৃণমূল নেত্রী।

তাছাড়া, পার্থ চট্টোপাধ্যায় সংগঠনের লোক নন। কিন্তু সাংসদ-বিধায়ক না হ‌ওয়া কেষ্ট মণ্ডলের কর্মীরাই সব। ফলে তাঁর প্রতি তৃণমূলের নিচুতলার আলাদা টান আছে। তাছাড়া প্রতিমুহূর্তে বিরোধীদের চোখে চোখ রেখে চলা, গরম গরম কথা বলায় সাধারণ তৃণমূল কর্মীদের কাছে তাঁর জনপ্রিয়তাও ইর্ষনীয়। এই অংশ মনেও করে না কেষ্ট মণ্ডল দোষ করেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের বার্তায় এই নিচুতলার তৃণমূল কর্মীরা মে অনেকটাই উজ্জীবিত হলেন তা বলাই যায়।

সম্পর্কিত পোস্ট