‘হেলমেট হার্মাদ’, বিজেপির পোস্ট দেখলে গুলিয়ে যাবে আগরতলার মসনদে কে?

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার ত্রিপুরার বিশালগড়ে বিপুল জমায়েত করে কার্যত চমকে দিয়েছে সিপিএম। জায়গাটা রাজধানী আগরতলার বেশ কাছেই অবস্থিত। সেই জমায়েতের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি।

হ্যাঁ, ঠিক‌ই পড়েছেন, সিপিএমের জমায়েতের ছবি পোস্ট করেছে বিজেপি। তাতে দেখা যাচ্ছে, মাথায় হেলমেট পরে আছেন অনেক বামকর্মী। তাদের হাতে যে পতাকা আছে তার ডান্ডাটা কঞ্চির নয়, কেঠো বাঁশের। আর এই ছবি দেখিয়েই বিজেপির দাবি, এরা কোন‌ও রাজনৈতিক কর্মী নয়, ‘হেলমেট হার্মাদ’!

বৃহস্পতিবার সিপিএমের এই সমাবেশ কার্যত চমকে দিয়েছে ত্রিপুরার রাজনৈতিক মহলকে। আগামী বছরের গোড়াতেই সে রাজ্যের বিধানসভা ভোট হ‌ওয়ার কথা। তার আগে কোথায় শাসক বিজেপি তেড়েফুঁড়ে পথে নামবে তা নয়, উল্টে প্রধান বিরোধী সিপিএম নজরকাড়া সমাবেশ করে সাড়া ফেলছে।

বাংলা কালো টাকার পাহাড়, এবার ব্যবসায়ীর বাড়িতে ১৫ কোটির সন্ধান, গণনা চলছে

২০১৮ সালে দীর্ঘ ২০ বছরের বাম জামানার অবসান ঘটিয়ে ত্রিপুরার ক্ষমতায় আসে বিজেপি। তারপর গত সাড়ে চার বছরে বাম-বিজেপি সংঘর্ষের বহু ঘটনা ঘটেছে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে সংগঠন মজবুত করে পাল্টা দিতেই এই পথ বেছে নিয়েছে সিপিএম। যাতে আক্রমণ হলে একতরফা মার না খেতে হয়, পাল্টা জবাব দেওয়া যায়।

এমনিতেই ত্রিপুরা বিজেপি গোষ্ঠিদ্বন্দে জেরবার। এই অবস্থায় বিজেপির ‘হেলমেট হার্মাদ’প্রচারকে গুরুত্ব‌ই দিচ্ছে না সিপিএম। তাদের দাবি, রাজ্যের মানুষ জানে কারা আসল দুস্কৃতি। বিজেপি ভয় পেয়েছে বলেই উল্টোপাল্টা প্রচার করছে। বাম নেতারা বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমি না ছাড়ার কথা বলছেন। সব দেখে আপনার গুলিয়ে যেতে পারে, আগরতলার মসনদে আসলে কে আছে! শাসকদলকে এমন গুটিয়ে যেতে আগে কেউ দেখেছে?

সম্পর্কিত পোস্ট