সভার জায়গা বাছাইয়ে মমতাকে সরাসরি চ্যালেঞ্জ মীনাক্ষীর! ২০-তে উত্তাল হতে পারে কলকাতা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ২০ সেপ্টেম্বর ধর্মতলায় ইনসাফ সভার ডাক দিয়েছে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন। ওই সমাবেশের জন্য ডিওয়াইএফ‌আই ও এস‌এফ‌আই যে জায়গা বেছে নিয়েছে তা নিয়েই দেখা দিয়েছে বিতর্ক। ২১ শেষ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিন ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায়।

এটা বছরের পর বছর চলে আসছে। ২০ তারিখ সেখানেই মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে সভা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে সিপিএমের তরুণ বাহিনী। যদিও পুলিশ এখনও এই বিষয়ে অনুমতি দেয়নি। যদিও শুক্রবার প্রেস ক্লাবে সভা করে মীনাক্ষী জানিয়ে দিয়েছেন, কলকাতা পুলিশ অনুমতি দিক বা না দিক, ২০ সেপ্টেম্বর ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই তাঁদের ইনসাফ সভা হবে।

বাম শিবিরের এই অনড় মনোভাবে কল্লোলিনী কলকাতায় ফের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল কলকাতা। মীনাক্ষীর ঘোষণার পর প্রশ্ন উঠছে, তবে কি মঙ্গলবার‌ও উত্তপ্ত হবে শহর?

কদর্যতার চূড়ায় বাংলার রাজনীতি

ঘটনা হল তৃণমূল জামানায় ভিক্টোরিয়া হাউসের সামনে অন্য রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেয় না কলকাতা পুলিশ। ২০১৪ সালে এমন‌ই অনুমতি না পেয়ে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে সমাবেশ করে বিজেপি। তখন বঙ্গ বিজেপির দায়িত্বে ছিলেন সিদ্ধার্থনাথ সিং।

সম্ভবত ওই ঘটনা মাথায় রেখেই শুক্রবার মীনাক্ষী প্রশ্ন তোলেন, “ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে কেন আমাকে আদালতে যেতে হবে? কেন পুলিশ একটা রাজনৈতিক দলকেই অনুমতি দেবেন?”

২০ তারিখের সভা ঘিরে বাম শিবিরের মেজাজ এখন থেকেই বেশ চড়া। পুলিশ অনুমতি না দিলেও ওই দিন ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা হবে বলে জানিয়েছেন তাঁরা। বাধা দিলে যা হবে তার দায় প্রশাসনের বলে হুঙ্কার ছেড়েছেন অনেক বাম নেতাই।

সম্পর্কিত পোস্ট