ধর্মতলায় সভার অনুমতি মিলল না, আজ কী করবেন মীনাক্ষীরা?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে, ঠিক যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ২১ শেষ জুলাইয়ের শহিদ সমাবেশ করেন, সেখানে ইনসাফ সভার ডাক দিয়েছে ডিওয়াইএফআই ও এসএফআই। এই নিয়ে সিপিএমের ছাত্র-যুব সংগঠনের যাবতীয় প্রস্তুতিও সম্পূর্ণ সোমবার রাত থেকেই দূরের জেলাগুলি থেকে বাম যুবকর্মীরা, কলকাতায় ঢুকতে শুরু করেছে।
কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল সমাবেশের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেলেও সোমবার রাত পর্যন্ত পুলিশের অনুমতি পাওয়া যায়নি। যা পরিস্থিতি তাতে শেষ পর্যন্ত মীনাক্ষীদের ভিক্টোরিয়া হাউসের সামনে পুলিশ সভার অনুমতি দেবে বলে মনে হয় না।
পুলিশের অনুমতি ছাড়া সভা করা একপ্রকার অসম্ভব। কিন্তু ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জির সঙ্গে কথা বলে বোঝা গেল মঙ্গলবার দুপুরে তাঁদের লক্ষ্যই থাকবে ভিক্টোরিয়া হাউজের সামনে পৌঁছনো। সেক্ষেত্রে পুলিশ বাধা দিলে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।
একের পর এক ঘটনায় পঞ্চায়েত ভোটের আগে কতটা চাপে তৃণমূল ?
ঘটনা হল, সভার অনুমতি নেই মানে ধর্মতলায় প্রবেশের বেশ কিছুটা আগেই পুলিশ বাম ছাত্র-যুবদের মিছিল আটকে দেবে। এ এক অনিবার্য ঘটনা হতে চলেছে। সে ক্ষেত্রে কী পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করবেন মীনাক্ষীরা? ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযানের মতো পরিস্থিতি ফের দেখা যাবে রাজপথে?
এই প্রশ্নের উত্তর পেতে আর কয়েক ঘন্টা আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। কিন্তু বাম ছাত্র-যুবদের মধ্যে আজকের সভা নিয়ে মুড যা, তাতে তারা সহজে লড়াইয়ের রাস্তা থেকে পিছিয়ে আসবে বলে মনে হয় না। সেই সঙ্গে আর একটা কথা বলার, আজ কী হচ্ছে তার সঙ্গে প্রতিমুহূর্তে ১৩ সেপ্টেম্বরের তুলনা চলবে।
তা সংবাদমাধ্যমে যেমন চলবে, তেমনই আমজনতার মনেও চলতে থাকবে। এই সমাবেশের উদ্দেশ্য আলাদা হলেও কোথাও গিয়ে শুরুতেই এক অদৃশ্য প্রতিযোগিতায় জড়িয়ে পড়েছেন মীনাক্ষী-সৃজনরা।