RK, DD- কে? মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হতেই তৃণমূলের শীর্ষ দুর্গে কামান দাগছে বিরোধীরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার সাত সকালেই জানা যায় প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁকে গ্রেফতার করার বিষয়ে ইডির পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তা বেশ চমকে দেওয়ার মতো।
সোমবার মধ্যরাত একটার সময় মানিককে সিজিও কমপ্লেক্সেই গ্রেফতার করা হয়। এরপরই ইডির পক্ষ থেকে মানিকের বিরুদ্ধে থাকা অভিযোগ সংক্রান্ত তথ্যগুলি একে একে জানানো হতে থাকে। তাতেই উঠে এসেছে RK এবং DD এই দুটো নাম। যা ইতিমধ্যেই তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে।
এই RK এবং DD নাম দুটো মঙ্গলবার যে প্রথম সামনে এসেছে তা কিন্তু নয়। আসলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি যে চার্জশিট দিয়েছে তার ছত্রে ছত্রে মানিকের কেলেঙ্কারি কথা উল্লেখ আছে। তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীনই ৫৮ হাজার নিয়োগ হয়েছিল। যদিও সিবিআই ও ইডির দাবি এই নিয়োগের একটা বড় অংশই ভুয়ো।
টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছেন মানিক-পার্থ দুই ‘মানিকজোড়’ জুটি। কিন্তু এই দুর্নীতির জাল আরও উপরে বিস্তৃত বলে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের ধারণা। চার্জশিটে সেটাই উল্লেখ করা হয়েছে। ইডি মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে অতি গুরুত্বপূর্ণ RK এবং DD এই নাম দুটোও পেয়েছে।
মানিক গ্রেফতার, শিক্ষা দুর্নীতিতে ইডি হেফাজতে আর এক বড় তৃণমূল নেতা
ইডি প্রযুক্তির সাহায্যে মালিকের হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে ফেলে। জানতে পারে, RK-কে পলাশীপাড়ার এই তৃণমূল বিধায়ক টেক্সট করে জানিয়েছিলেন, ‘DD-কে ফাইনাল লিস্ট পাঠানো হয়ে গিয়েছে’!
সিপিএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, “DD মানে দিদি!” তিনি নাম না করেও রাজ্যের শাসক দলের একেবারে শীর্ষস্তরের দিকেই ইঙ্গিত করেছেন। এদিকে সোশ্যাল মিডিয়ায় সিপিএম-বিজেপি উভয় বিরোধী দলেরই সমর্থকরা বলতে শুরু করেছে, ‘RK এর পুরো কথাটা হল রাজকুমার!’ এক্ষেত্রেও তারা শাসকদলের একেবারে শীর্ষস্তরের দিকে ইঙ্গিত করছে।
তবে কি শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ-মানিকদের পর তৃণমূলের একেবারে শীর্ষস্তর জড়িয়ে পড়তে চলেছে? যদিও এই বিষয়ে ইডি বা সিবিআইয়ের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে মানিকের গ্রেফতারের পর রাজনৈতিক উত্তেজনার আঁচ যে আরও বাড়ল তা বলাই বাহুল্য।