৫৩০ বেসরকারি বিএড কলেজ থেকে টাকা তুলত মানিকের ছেলে!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রি এবং টেট দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য গ্রেফতারের পর ইডি যে কেস ডাইরি ফাইল করেছে তা দেখলে যে কারোর চোখ ছানাবড়া হয়ে যাবে। ইডির দাবি অনুযায়ী আর পাঁচটা সাধারণ মানুষ এই শিক্ষা দুর্নীতিকে যতটা গুরুতর ভাবছে, প্রকৃত অর্থে এর ব্যাপ্তী তার থেকে অনেক বেশি।
রাজ্যে হেন বেসরকারি বিএড কলেজ ছিল না যেখান থেকে টাকা তোলেননি তৃণমূলের এই গুণধর বিধায়ক। রাজ্যের ৫৩০ টি বিএড-ডিএলএড কলেজ থেকে ছেলের কনসালটেন্সি ফার্মের মাধ্যমে মানিকের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ এনেছে ইডি।
মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যর নামে অ্যাকুয়ার কনসালটেন্সি নামে একটি প্রোপাইটারশিপ, মানে ব্যক্তি মালিকানাধীন ফার্ম আছে। এই ফার্ম কনসালটেন্সি, মানে পরামর্শ দেওয়ার নাম করে এই বেসরকারি বিএড কলেজগুলো থেকে টাকা নিতো বলে ইডির দাবি।
প্রত্যেক কলেজ থেকে ৫০ হাজার টাকা করে তুলত মানিকের ছেলের সংস্থা। কেস ডাইরিতে ইডি হিসেব দিয়েছে, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের এপ্রিল মাসের মধ্যে এইভাবে কলেজগুলো থেকে ২ কোটি ৬৪ হাজার টাকা তুলেছিলেন সৌভিক ভট্টাচার্য।
ঘটনা হচ্ছে প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়ার অন্যতম প্রধান শর্তই হল বিএড বা ডিএলএড ডিগ্রি থাকা। আর সেই বিষয়টিকেই হাতিয়ার করে মানিক ভট্টাচার্য দুর্নীতির জাল বিস্তার করেছিলেন বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি।
RK, DD- কে? মানিকের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হতেই তৃণমূলের শীর্ষ দুর্গে কামান দাগছে বিরোধীরা
ইডি মনে করছে বেসরকারি বিএড কলেজগুলোকে পরামর্শ দেওয়ার নাম করে মানিকের ছেলে যে ফি নিত তার সঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির ওতপ্রোত সম্পর্ক আছে। সম্ভবত এই টাকার বিনিময়ে প্রতিটি বেসরকারি বিএড কলেজের একজন-দুজন ছাত্রকে প্রাথমিক শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছেন মানিক।
যার ফলে কলেজগুলোর সুনাম বৃদ্ধি পেয়েছে এবং তাদের প্রসার আরও জমে উঠেছে। বলতে গেলে মানিক এবং বেসরকারি বিএড কলেজগুলো ধীরে ধীরে একে অপরের পরিপূরক হয়ে ওঠে। সেইসঙ্গে আশঙ্কা প্রকাশ করে ইডি জানিয়েছে, কলেজগুলির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েও টাকা তুলে থাকতে পারেন পলাশীপাড়ার এই তৃণমূল বিধায়ক।
কার্যত দেখা যাচ্ছে, শিক্ষা দুর্নীতি মামলার তদন্ত যত গভীরে যাচ্ছে ততই গুণধর মানিকের একের পর এক চাঞ্চল্যকর কীর্তি সামনে উঠে আসছে। যা দেখে দুঁদে গোয়েন্দারাও তাজ্জব হয়ে যাচ্ছেন।