ডুবন্ত ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে আসরে নামল এসবিআই

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুরু থেকেই ইয়েস ব্যাঙ্ককে বাঁচাতে এলআইসি এবং এসবিআইয়ের সঙ্গে বৈঠক চলছিল। খানিকটা সদর্থক ভুমিকা নিয়েই ২৪৫০ কোটি টাকার বিনিময়ে ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ শেয়ার কিনতে চলেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। শনিবার এক সাংবাদিক বৈঠকে এই কথা ঘোষণা করল এসবিআই কর্তৃপক্ষ।

শুরু থেকেই এই সংযুক্তকরণের বিরোধিতা করে সেছেন অর্থনীতিবীদরা। বেসরকারি ব্যাঙ্কগুলিকে সহায়তা করতে গিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি সমস্যার মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা করছিলেন অর্থনীতিবীদরা। তাই পরিস্থিতি সামাল দিতে শেয়ার কিনতে চাইল সরকার। আরও কিছু বিনয়োগকারী ইয়েস ব্যাঙ্কের শেয়ার কিনতে আগ্রহী রয়েছে। এমনটাই জানান এসবিআই চেয়ারম্যান রজনীশ কুমার।

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে পড়ল ইয়েস ব্যাঙ্কের শেয়ার

শনিবার সাংবাদিক বৈঠকে রজনীশ কুমার জানিয়েছেন, রানা কাপুর একজন ব্যক্তি, তিনি কোনও সংস্থা নয়। রানা কাপুর যদি কোনও ভুল করে থাকেন তাহলে তাঁর দায় ইয়েস ব্যাঙ্কের ওপর পড়বে না। ইয়েস ব্যাঙ্কের ৪৯ শতাংশ কেনার জন্য রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে সোমবার বৈঠক করবেন বলে জানিয়েছেন তিনি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে একটু অসুবিধায় পড়তে হলেও নিয়ে জমানো টাকা নিয়ে গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই।

২০১৮ সাল থেকেই ধুঁকছিল ইয়েস ব্যাঙ্ক। বুধবার আরবিআইয়ের তরফে জানানো হয় মাসে ৫০ হাজারের অধিক টাকা তুলতে পারবেন না ইয়েস ব্যাঙ্ক গ্রাহকরা। বিশেষ ক্ষেত্র যেমন পরিবারের কোনও ব্যক্তির অসুস্থতা এবং বিবাহের ক্ষেত্রে ছাড় মিললেও, ড্রাফট বা পে অর্ডারের কোনও উর্ধ্বসীমা নেই বলে জানিয়ে দেয় আরবিআই।

আরও পড়ুনঃ দেশের অর্থনীতিতে ভয়ঙ্কর প্রভাব ফেলতে চলেছে করোনাঃ মনমোহন সিং

এই মুহূর্তে ইয়েস ব্যাঙ্কের প্রশাসক পদে রয়েছেন স্টেট ব্যাঙ্কের প্রাক্তন সিএফও প্রশান্ত কুমার। যদিও ৪৯ শতাংশের অধিকারিত্ব স্টেট ব্যাঙ্ক এবং এলআইসি নিক। এমনটাই আশাবাদী কেন্দ্রীয় সরকার।

সম্পর্কিত পোস্ট