খিদের জ্বালায় জ্বলছে ভারতবাসী! ঢের ভালো আছে পাকিস্তানিরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ খিদে পেলে কারই বা মাথার ঠিক থাকে। প্রাচীনকাল থেকে এটাই মনে করে আসছে সবাই। কিন্তু আজকের ভারতীয়রা সেই জানা বিষয়টাকেই ভুল প্রমাণ করে ছেড়েছেন। বছর বছর তাঁদের খিদের জ্বালা বাড়ছে, তবু মুখে রা কাড়ছে না কেউ। ফলে আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে দিব্যি মসনদে আছে মোদি সরকার।
ব্যাপারটা কী?
এবছরের ক্ষুধা সূচকে আরও পিছিয়ে পড়েছে ভারত। গতবছর ১০১ নম্বরে ছিল। এবার আরও পিছিয়ে ১০৭ নম্বরে চলে গিয়েছে। ১২২ টি দেশের মধ্যে বিষয়টি নিয়ে সমীক্ষা হয়েছিল। তাতেই এই চূড়ান্ত হতাশাজনক ফল উঠে এসেছে।
এবছর আরও পিছিয়ে পড়ায় প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মায়ানমার সকলেই ভারতের উপর উঠে গিয়েছে। অর্থাৎ রাজনৈতিকভাবে ভারত যে দেশগুলোর উপর ছড়ি গোলায় বলে দাবি করে, সেই সকল দেশের মানুষ আমাদের থেকে তুলনায় কিছুটা হলেও ভালোভাবে খেয়ে-পড়ে বাঁচছে।
হাল সামলাতে পরীক্ষিত ফর্মুলাই আঁকড়ে ধরতে চাইছেন মমতা
খিদে দূরীকরণ, অপুষ্টি, শিশুদের মৃত্যুহারের মতো কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে এই ক্ষুধা সূচক তৈরি করা হয়। রাষ্ট্রসংঘের সহায়তায় ইউরোপের দুটি সংস্থা এই কাজ করে। তাদের রিপোর্টেই এই ভয়াবহ ছবি উঠে এসেছে।
ওই রিপোর্ট থেকেই জানা গিয়েছে প্রতিবেশী চিনের মানুষকে ক্ষুধা নিবৃত্তি করা নিয়ে ভাবতে হয় না। এই অবস্থায় ‘আচ্ছে দিনের’ স্বপ্ন দেখানো মোদি সরকারের অস্বস্তি যে বেড়েছে তা বলাই বাহুল্য।