সম্মেলনের নামে যা হল, এরপর চিনকে সমর্থন করা মানে যেচে মুখ পোড়াবে ভারতীয় কমিউনিস্টরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগেই সব ঠিক হয়ে গিয়েছিল, শুধু আনুষ্ঠানিক সীলমোহর লাগানোটাই যা বাকি ছিল। বেজিংয়ে সপ্তাহব্যাপী ২০ তম পার্টি কংগ্রেসের পর রেকর্ড তৃতীয়বারের মতো পাথরটি প্রধান অর্থাৎ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন শি জিনপিং। ফলে আগামী বছর ফের তিনিই যে টানা তৃতীয়বারের জন্য চিনের রাষ্ট্রপতি হতে চলেছেন তা জলের মতো সহজ। ফলে মাও সে তুং – এর রেকর্ড ছোঁয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে শি।
ঘটনা হল যেভাবে, যেমন পথে শি জিনপিং নিজের গদি সুরক্ষিত করলেন তা কতটা কমিউনিস্ট সুলভ তাই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ যে স্রেফ দখলদারি ছাড়া আর কিছু নয় তা দিনের আলোর মতো পরিস্কার।
টাকা নিয়ে হিন্দুত্ববাদী রাজনীতি! কেজরিওয়াল প্রমাণ করলেন আপ বিজেপির বি-টিম
যদিও চিন যা করে সব ভালো, এমন একটা ধারণা আছে ভারতের কমিউনিস্ট নেতা ও দলগুলির। তবে তারা নিজেরা দলের মধ্যে আলোচনার পরিসর অনেকটাই উন্মুক্ত রাখে। এই অবস্থায় সিপিএম যদি কথায় কথায় ফের চিনকে সমর্থন করে বসে তবে তাদের আনা গণতন্ত্রহীনতার অভিযোগ ভোঁতা হয়ে যাবে। ভারতে তাও তো ভোট হয়, আর চিনে জিনপিং নিজের খেয়ালে সবটাই বদলে ফেলেন।
এই অবস্থায় চিনকে যত ভুলবে ততই মঙ্গল ভারতের লাল ঝান্ডাদের।