নিষ্ক্রিয় শোভন, দায়িত্ব পেলেন শোভন পত্নী রত্না
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সমস্ত জল্পনা উড়িয়ে গত বছর গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারপর বন্ধুনী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বের একাধিক কুরুচিকর মন্তব্যের কারণে দলের সঙ্গে দুরত্ব ক্রমশ বাড়তে শুরু করে। ধীরে ধীরে রাজনীতির মুল আঙিনা থেকে সরে যেতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের প্রিয় কাননের ইমেজ।
এরই মাঝে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের একাধিক বৈঠক শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলের ‘ঘর ওয়াপসি’র জল্পনা বাড়িয়ে তোলে। এমনকি ভাইফোঁটার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর বাড়িতে শোভন চট্টোপাধ্যায়ের উপস্থিতির পর অনেকেই ধরে নিয়েছিলেন তৃণমূলে ফিরছেন তিনি। কিন্তু ফেরননি। তারপর থেকেই ক্রমশ হারিয়ে যেতে শুরু করে শোভন চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ।
আরও পড়ুনঃ বসন্ত যাপন ২০২০ তে শান্তিনিকেতনের আবহ
সম্প্রতি শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে বেহালা পূর্ব বিধানসভার কাজ সেরকমভাবে হয়নি। এমনটাই অভিযোগ তোলেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তাই শনিবার বেহালা পূর্বের তৃণমূল কো-অর্ডিনেটর হিসাবে শোভন স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে বেছে নিলেন তৃণমূল মহাসচীব পার্থ চট্টোপাধ্যায়।
এদিন রত্না চট্টোপাধ্যায়কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তৃণমূল মহাসচীব জানান, “একজনকে জিতিয়েছিলাম, তিনি এখন নিষ্ক্রিয়। কিন্তু দল কখনও নিষ্ক্রিয় থাকতে পারে না”।
আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উগরে দিলেন রাজ্যপাল
কিছুদিন আগেই দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের নামে একাধিক জায়গায় পোস্টার পড়ে। শহরের বুকে পদ্ম ফুলের পোস্টার কারা ফেলেছিলেন তা এখনও অবধি জানা যায়নি। এরই মাঝে রত্না চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের নতুন ঘোষণা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।