Mahua Moitra : “শ্মশানে তাঁদের চিতা আমি তুলবোই……” বহিষ্কৃত হয়ে কাদের চিতা তোলার হুঙ্কার রনংদেহই মহুয়ার ?
বাতিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ।
বাতিল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর সাংসদ পদ। লোকসভা নির্বাচনের আগেই মহুয়া মৈত্রকে পার্লামেন্ট থেকে বহিস্কার করলেন স্পিকার ওম বিড়লা। লোকসভার আগেই সংসদের অন্দরে ধাক্কা খেল তৃণমূল। ঘণ্টাখানেকের আলোচনা , ধ্বনিভোটে পাস এথিক্স কমিটির রিপোর্ট। খারিজ হয় মহুয়ার সাংসদ পদ। টাকার বিনিময়ে প্রশ্ন ইস্যুতে এথিক্স কমিটির ৫৫৭ পৃষ্ঠার রিপোর্টের উপর ভিত্তি করেই নিয়মভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে বিতাড়িত করা হয় মহুয়াকে।
“আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই/ স্বজন হারানো শ্মশানে তাঁদের চিতা আমি তুলবোই।” সাংসদ পদ খুইয়ে প্রতিবাদী মহুয়ার কণ্ঠে সুকান্ত ভট্টাচার্যয়ের কবিতা। কার্যত রণংদেহী মূর্তি ধরেছেন মহুয়া। এদিকে মহুয়ার সাংসদ পদ খারিজ , পার্লামেন্ট থেকে বহিস্কার , মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “বিজেপি প্রতিহিংসাপরায়ণ , ভোটে হারাতে না পেরে মহুয়ার বিরুদ্ধে এমন আচরণ। আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি মহুয়াকে”- গর্জে উঠেছেন তৃণমূল সুপ্রিমো।
আরও খবর- Ration Durniti : বালু পচা আলু! গরিবের মুখের গ্রাস কেড়ে নেওয়া মহা-পাপ
Mahua Moitra : “শ্মশানে তাঁদের চিতা আমি তুলবোই……” বহিষ্কৃত হয়ে কাদের চিতা তোলার হুঙ্কার রনংদেহই মহুয়ার ?
এদিন দুপুর ১২টায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে রিপোর্ট পেশ করেন লোকসভার এথিক্স কমিটির প্রধান তথা বিজেপি সাংসদ বিজয় সোনকার। দুপুর ২টো থেকে এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা শুরু হয় সংসদে। মহুয়া মৈত্রকে সাংসদ পদ থেকে বহিস্কারের নির্দেশ দেন স্পিকার ওম বিড়লা। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কেন্দ্রের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে সংসদের ভিতরে বাইরে সরবে হচ্ছে ঠিক সেই সময়ে সংসদের অন্দরে তৃণমূলের প্রতিবাদী কণ্ঠ মহুয়াকে পার্লামেন্ট থেকে বহিস্কার করে পাল্টা চাপ কেন্দ্রীয় সরকারের , যা লোকসভার আগে সংসদের অন্দরমহলের তৃণমূলের চাপ বাড়াবে বলেই মত রাজনৈতিক মহলের।