বসন্ত উৎসবে হাওড়ায় বিজেপির জনসংযোগ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফাগুন ফাগে এই সকালে , হৃদয় মিলুক পদ্ম দলে। এইরকম ই ছন্দে বসন্ত উৎসবে ভারতীয় জনতা পার্টি তাদের জনসংযোগ বৃদ্ধি করার চেষ্টা শুরু করে দিলো।

হাওড়া পুরসভার অন্তর্গত , মধ্য হাওড়ার ৪২ নম্বর ওয়ার্ডে এই অভিনব দৃশ্য দেখা গেলো। একে অপরকে আবির দেওয়া সঙ্গে বর্তমান বাংলায় বসন্ত উৎসব কে কেন্দ্র করে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কিংবা মালদা স্কুল এ যে নক্কারজনক ছবি ধরা পরে , সেই বিষয় কে ধিক্কার জানানো হয় এদিন।

সঙ্গে চলে শ্রী কৃষ্ণ নাম , হরি নাম। হাওড়ার ৪২ নম্বর ওয়ার্ডের অলিতেগলিতে এদিন গেলেন ওই অঞ্চলের বিজেপির প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন হাওড়ার জনপ্রিয় বিজেপির লড়াকু নেত্রী শর্বরী দাস।  থাকলেন ওই ওয়ার্ডেরই আইনজীবী ও সমাজসেবিকা আনিশা সামন্ত রায় প্রমুখ।

কোনো রং নয় , কোনো ধর্ম কোনো রঙে বাঁধা নয় , রঙের কোনো ধর্ম হয় না – এই ছিল এদিনের মূল কথা। বড়োদের পায়ে হাত দিয়ে প্রণাম ও ছোটদের কে ভালোবাসা সঙ্গে আবিরের ছোঁয়া।

পথ চলতে গিয়ে কেউ কেউ আইনজীবী আনিশার কাছ থেকে তাদের আইনসংক্রান্ত কিছু পরামর্শও নিলেন। প্রায় তিনঘন্টা ধরে চলে এই জনসংযোগ কর্মসূচি।

বসন্তের রঙে মানুষের মন বোঝার চেষ্টা করলেন স্থানীয় বিজেপির প্রতিনিধিরা। এই কর্মসূচি আগামী হাওড়া পুরভোটে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।

সম্পর্কিত পোস্ট