Prime Minister : মমতার সাথে রাজধানীতে অভিষেক সহ ১০ সাংসদ – তৃণমূলের দাবি মঞ্জুর করবেন প্রধানমন্ত্রী ?
মোদী-মমতার বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
The Quiry : ১০০ দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বিপুল বরাদ্দ বকেয়া পড়ে রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লিতে গিয়ে সেটাই প্রধানমন্ত্রী মোদীর কাছে তুলে ধরবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রাপ্য বকেয়া আদায়ের দাবিতে এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীর কাছে গিয়েই অভিযোগ জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মোদী-মমতার বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তৃনমূলের ১০ সাংসদ। আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি মত রাজ্যের প্রাপ্য বকেয়া কি মিটিয়ে দেবেন প্রধানমন্ত্রী ? প্রসঙ্গত , এর আগে রাজ্যের বকেয়া আদায়ের দাবিতে রাজ্যের পাশাপাশি অভিষেকের নেতৃত্বে দিল্লিতে গিয়েও বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেস।
আরও খবর- Earthquake in China : চীনে ভয়াবহ ভূমিকম্প – রিখটার স্কেলে মাত্রা ৫.৯ , জখম শতাধিক
Prime Minister : মমতার সাথে রাজধানীতে অভিষেক সহ ১০ সাংসদ – তৃণমূলের দাবি মঞ্জুর করবেন প্রধানমন্ত্রী ?
দিল্লির কৃষি ভবনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ ঘিরে তুমুল অশান্তি হয়েছিল। আটক হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় , মহুয়া মৈত্র সহ একাধিক তৃণমূল সাংসদ। তারপর কলকাতায় রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস। হস্তক্ষেপ করেছিলেন রাজ্যপাল। তবে এবার রাজ্যের বকেয়া আদায় করতে প্রধানমন্ত্রীর কাছে সাক্ষাতের সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।