ইরান থেকে ৫৮ জন ভারতীয় নাগরিককে দেশে ফেরাল বায়ুসেনার গ্লোবমাস্টার
সোমবার রাত আটটার সময়ে গাজ়িয়াবাদের হিণ্ডন ঘাঁটি থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- মঙ্গলবার গাজিয়াবাদের হিন্দন বায়ুসেনা ঘাঁটিতে প্রথম দফায় ৫৮ জন ভারতীয় নাগরিককে নিয়ে অবতরণ করল বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার ।
চিনের পর করোনার কবলে ইরান । আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে । ইতিমধ্যেই ২৩৭ জন মারা গিয়েছে ।
ফলে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সে দেশে । নয়াদিল্লির কাছে উদ্ধারের জন্য সোশ্যাল মিডিয়ায় আরজি জানিয়েছেন অনেকেই ।
সোমবার রাত আটটার সময়ে গাজ়িয়াবাদের হিণ্ডন ঘাঁটি থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দেয় ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার ।
বায়ুসেনার এই বিমানে করেই গত ২৭ ফেব্রুয়ারি চিনের উহান থেকে ৭৬ জন ভারতীয় এবং ৩৬ জন বিদেশিকে উদ্ধার করে আনা হয়েছিল ।
চিনের প্রচুর চিকিৎসার সরঞ্জামও পাঠানো হয়েছিল সি-১৭ গ্লোবমাস্টার করে ।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের বিভিন্ন প্রান্তে মোট ৩০০ জন ভারতীয় আটকে রয়েছেন। এদের মধ্যে যাঁদের সর্দি-জ্বর-কাশির মতো উপসর্গ রয়েছে, তাঁদের আলাদা চিকিৎসাও হচ্ছে ।
IAF C-17 Globemaster carrying the first batch of 58 Indian pilgrims, lands at Hindon air force station in Ghaziabad from Tehran, Iran. #CoronaVirus pic.twitter.com/MA0iaJIr2l
— ANI (@ANI) March 10, 2020
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েই চলেছে কোভিড ১৯-এ আক্রান্তের সংখ্যা । সোমবার দেশে আক্রান্তের মোট সংখ্যা ৪৫ ।
তবে এখনও অবধি কোনও মৃত্যু ঘটেনি । গতকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৯ ।
মঙ্গলবার উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, দিল্লি, পঞ্জাব, কর্নাটক ও কেরল থেকে একটি করে সংক্রমণের খবর মিলেছে ।
আরও পড়ুন : দাবানলের মত বাড়ছে করোনা, জম্মু-কাশ্মীরে সন্দেহের তালিকায় দুই
স্বাস্থ্য মন্ত্রক বিবৃতি জারি করে বিদেশ থেকে আসা সব যাত্রীকে অনুরোধ করেছে, তাঁরা যেন তাঁদের গত কয়েক সপ্তাহের আন্তর্জাতিক সফরের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দেন ।
ইটালি বা ইরানের মতো দেশ থেকে এলে সংক্রমণের আশঙ্কা অনেক বেড়ে যেতে পারে ।
সোমবার কেরলের যে পরিবারটিতে করোনা-সংক্রমণের হদিস মিলেছিল, তারা দু’দিন আগেই ইটালি থেকে ফেরে ।
করোনা ঠেকাতে জরুরি পদক্ষেপ
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের তরফে দূরশিক্ষার পরীক্ষা ১৫ মার্চের বদলে পরীক্ষার নতুন দিন ১ এপ্রিল ধার্য করা হয়েছে ।
গাঁধীর ডান্ডি যাত্রার বার্ষিকীতে গুজরাতে ‘সন্দেশ যাত্রা’র কথা ঘোষণা করেছিল কংগ্রেস । রবিবার দল জানায়, ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত হবে এই যাত্রা ।
ভাইরাস সংক্রমণের জেরে দিল্লী সরকার সবকটি গণ পরিবহণ ব্যবস্থা, হাসপাতাল নিয়মিত জীবাণুমুক্ত করার নির্দেশ দিয়েছে।
দিল্লী মেট্রো ট্রেনগুলিকে ডিপোতে জীবাণুমুক্ত করা হচ্ছে ।
কিন্তু চব্বিশ ঘণ্টা কাটতে না-কাটতেই কংগ্রেস ঘোষণা করল, আপাতত হচ্ছে না সেই যাত্রা। কারণ, করোনাভাইরাস ।
সোমবার কাতার সরকার ভারত থেকে আসা যাত্রীদের দোহায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ।
ভারত ছাড়াও -বাংলাদেশ, চিন, মিশর, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং তাইল্যান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।
১৬টি দেশ থেকে উড়ান পরিষেবা বন্ধ রেখেছে কাতার এয়ারওয়েজ় । ইন্ডিগোর তরফে দোহার উড়ান স্থগিত রাখা হয়েছে ।
আরও পড়ুন : ভারতে করোনা আতঙ্কের সংখ্যা ২৯, নতুন চ্যালেঞ্জের সম্মুখীন দেশ জানালেন স্বাস্থ্যমন্ত্রী
নোভেল করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে ইতালি সরকার । ১৬ লক্ষ মানুষকে পাঠানো হল কোয়ারান্টাইনে ।
লম্বার্ডি সহ ১৪টি সেন্ট্রাল ও নর্দার্ন প্রভিন্সের অধিবাসীদের বিশেষ অনুমতি ছাড়া এলাকার বাইরে যাওয়া নিষিদ্ধ করা হল ।
স্কুল, জিম, মিউজিয়াম, নাইটক্লাব সহ জনসমাগম হয় এমন সকল স্থান বন্ধ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জিওসিপ্পি কোঁতে ।