হোয়াটস অ্যাপ ফিচার এবার Google Maps-এ , অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
হোয়াটস অ্যাপ ফিচার এবার Google Maps
The Quiry : হোয়াটস অ্যাপে আপনি যে ভাবে রিয়্যাল-টাইম লোকেশন শেয়ার করতে পারেন। ঠিক সেই ভাবেই এবার গুগল ম্যাপেও লোকেশন শেয়ার করতে পারবেন। ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। Google Maps-এ সম্প্রতি একটি নতুন ফিচার যুক্ত হয়েছে। সেই লেটেস্ট গুগল ম্যাপের ফিচার অনেকটাই হোয়াটস অ্যাপের মতো।
কীভাবে এই ফিচার ব্যবহার করবেন ?
* আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। নিশ্চিত করুন , যাতে আপনার গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে।
* মেনু আইকনে চলে যান। সেখান থেকে যে কন্ট্যাক্টে লোকেশন শেয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।
* সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে , ব্যক্তির নাম ও নম্বর যেন গুগল কন্ট্যাক্টে সেভ করা থাকে।
* কন্ট্যাক্টটি সিলেক্ট করা হলেই শেয়ার লোকেশন অপশনটি খুঁজে পাবেন। সেখানে ট্যাপ করুন।
* কতক্ষণের জন্য রিয়্যাল-টাইম লোকেশনটি শেয়ার করতে চান, সেটাও দিয়ে দিন।
* আবার আপনি চাইলে এখান থেকে অপশনটি নিষ্ক্রিয়ও করতে পারেন। তার জন্য স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে।
হোয়াটস অ্যাপ ফিচার এবার Google Maps-এ , অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য সুখবর
আরও খবর- Bali corruption : বালি দুর্নীতি তে নজর এবার ইডি ও সিবিআইয়ের, নাম রয়েছে শাসক দলের বহু নেতার!
আপনি চাইলে ফিচারটি যখন খুশি অন করতে পারেন, আবার অফও করতে পারেন। আবার আপনি চাইলে লোকেশন শেয়ার করার বিষয়টি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটও করে রাখতে পারেন। তবে গুগল ম্যাপের নতুন ফিচারের সাহায্যে কোনও অতিরিক্ত অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি লোকেশনের লিঙ্ক শেয়ার করতে পারবেন।