Sagar Mela : সাগর মেলায় যাতায়াতের জন্য পর্যাপ্ত সংখ্যক পরিবহণ – বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ দীর্ঘ , থাকছে পর্যাপ্ত বাস
সাগর মেলা
The Quiry : Sagar Mela আগামী ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বিশেষ ট্রেন এবং বাসের ব্যবস্থা করছে রাজ্য সরকার। সাগর মেলায় যাতায়াতের জন্য পর্যাপ্ত সংখ্যক পরিবহণের ব্যবস্থা থাকছে। বাস-ট্রেন-ভেসেল থাকবে। এমনকি বাসের ভাড়া যাতে নিয়ন্ত্রিত থাকে সেটাও দেখা হয়েছে রাজ্য পরিবহণ দফতর তরফ থেকে।
রেল সূত্রের খবর, বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ দীর্ঘ করা হচ্ছে। একটি নামখানা-লক্ষ্মীকান্তপুর লোকালকে শিয়ালদহ পর্যন্ত চালানো হবে। লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখায় রবিবার যে সব লোকাল ট্রেন চলে না, মেলা চলাকালীন সেগুলিও সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি শিয়ালদহ-সোনারপুর লোকালকে কাকদ্বীপ পর্যন্ত এবং একটি শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকালকে নামখানা পর্যন্ত চালানোর সিদ্ধান্ত হয়েছে।
Sagar Mela : সাগর মেলায় যাতায়াতের জন্য পর্যাপ্ত সংখ্যক পরিবহণ – বেশ কিছু লোকাল ট্রেনের যাত্রাপথ দীর্ঘ , থাকছে পর্যাপ্ত বাস
আরও খবর- Shahrukh Khan : তাঁর হুকুম ছাড়া নড়ে না শাহরুখের মন্নতের একটি পাতাও ! কে সেই দাপুটে মহিলা ?
একটি করে নামখানা-লক্ষ্মীকান্তপুর এবং বালিগঞ্জ-মাঝেরহাট লোকালের পথ সামান্য বদল করে সেগুলি শিয়ালদহ পর্যন্ত চালানো হবে। গঙ্গাসাগর মেলার জন্য চালানো বিশেষ ট্রেন ও এবারও কলকাতা স্টেশন থেকে ছেড়ে বিবাদী বাগ, প্রিন্সেপ ঘাট, মাঝেরহাট হয়ে নামখানা পর্যন্ত যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অবশ্য যাতায়াতের ক্ষেত্রে পুণ্যার্থীদের নজরদারি করার জন্য পুলিশকে বাড়তি দায়িত্ব নিতে বলেছেন৷