উৎসবের পর কমল জ্বালানী তেলের দাম, স্বস্তিতে সাধারণ মানুষ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উৎসবের পরেই দাম কমল জ্বালানীর। বুধবার লিটার পিছু পেট্রোলের দাম কমল ২.৬৯ টাকা এবং লিটার পিছু পেট্রোলের দাম কমল ২.৩৩ টাকা। একধাক্কায় অনেকটা দাম কমায় আপাতত স্বস্তিতে সাধারণ মানুষ।
গত মাসের শেষ দিক থেকে ক্রমশ জ্বালানী তেলের দাম পড়তে শুরু করেছে। মঙ্গলবার দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৭২.৯৮ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ছিল ৬৫.৩৪ টাকা। বুধবার দাম কমে প্রতি লিটার পেট্রোলের দাম হয়েছে ৭০.২৯ টাকা এবং ডিজেলের দাম হয়েছে ৬৩.০১ টাকা।
আরও পড়ুনঃ কমলনাথের মন্ত্যবের পরেই বিধায়কদের নিয়ে দিল্লি রওনা দিল বিজেপি
এই মুহূর্তে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৭২.৯৮ টাকা। পাশপাশি ডিজেলের দাম ৬৫.৩৪ টাকা।
বুধবার প্রতি লিটার পেট্রোল বিক্রি হয়েছে ৭৫.৯৯ টাকায় এবং প্রতি লিটার ডিজেল বিক্রি হয়েছে ৬৫.৯৭ টাকায়।
অন্যদিকে চেন্নাইতে লিটার পিছু পেট্রোলের দাম হয়েছে ৭৩.০২ টাকা এবং লিটার পিছু ডিজেলের দাম হয়েছে ৬৬.৪৮ টাকা।