সংক্রমণ রুখতে দেশ জুড়ে কোয়ারেন্টাইন জারি
চিনের হুবেই প্রদেশের উহানে সুত্রপাত হলেও,সংক্রমণের নিরীখে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি । মঙ্গলবার পর্যন্ত সে দেশে মৃতের সংখ্যা ৬৩১ । মোট আক্রান্তের ১০ হাজার ১৪৯ ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- করোনা সংক্রমণে প্রতিরোধ গড়তে দেশ জুড়ে ‘কোয়ারেন্টাইন’ জারি করলেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে ।
ইতালিতে জারি কোয়ারেন্টাইন
সোমবার টিভি বার্তায় প্রধানমন্ত্রী জানালেন, “ হাতে আর একদম সময় নেই ” ।
চিনের হুবেই প্রদেশের উহানে সুত্রপাত হলেও,সংক্রমণের নিরীখে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি ।
মঙ্গলবার পর্যন্ত সে দেশে মৃতের সংখ্যা ৬৩১ । মোট আক্রান্তের ১০ হাজার ১৪৯ ।
সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানায়, রবিবার সংক্রমণ ৩৪ শতাংশ বেড়ে গিয়েছে ।
আরও পড়ুন : পাল্লা দিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
চিনের মতোই ইতালিতে ভয়াবহ মহামারির আকার নিয়েছে করোনা । ২৪ ঘণ্টার ব্যবধানে সে দেশে মৃত্যু হয়েছে ১৬৮ জনের । যা এখনও পর্যন্ত সর্বোচ্চ ।
চিনের পর ভূমধ্যসাগর তীরবর্তী এই দেশে ভয়াবহ আকার নিয়েছে করোনা । সংক্রমণ ঠেকাতে দেশের নাগরিকদের কার্যত ঘরবন্দি করে রাখা হয়েছে ।
শুধু ইতালি নয়, করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে ইরানেও । সেখানে গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যুর খবর মিলেছে ।
ইতালিতে জারি কোয়ারেন্টাইন, বিশ্বজুড়ে মৃত ৪ হাজার
এদিকে সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার । আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ।
বিশ্বের একাধিক দেশে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়াও অব্যাহত । তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক, মরক্কো ও লেবানন ।
তিন দেশেই প্রথম করোনা আক্রান্তকে শনাক্ত করা হয়েছে । এর আগে তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হয়েছে ।
এখনও পর্যন্ত ৩ জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে ।
করোনার প্রভাব ঠেকাতে ব্যর্থ মার্কিন যুক্তরাষ্ট্রও । মার্কিন মুলুকে আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গিয়েছে । মৃত্যু হয়েছে ৩০ জনের ।
আরও পড়ুন : বাংলাদেশে করোনা প্রকোপ, আক্রান্ত ৩
দেশের রাজধানী ওয়াশিংটন ডিসিতেই ২৪ জনের মৃত্যু হয়েছে ।
মারণ ভাইরাসের কবলে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী । মঙ্গলবার টুইটে তিনি নিজেই এই খবর জানিয়েছেন । নেডাইন ডরিসের শরীরে করোনার সন্ধান মেলার পর ব্রিটেনের রাজনৈতিক মহলে আতঙ্কের মেঘ ঘনিয়েছে ।
কারণ, গত কয়েকদিনে মন্ত্রকের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে ওঠাবসা করেছেন । এমনকী প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি ।
চিনের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস করোনা । বেজিং ধাক্কা কাটিয়ে উঠলেও তার রেশ অব্যাহত রয়েছে।
তবে কতদিনে বিশ্বর অন্যান্য দেশ করোনাকে প্রতিহত করতে সক্ষম হয় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ।