বিনা টিকিটে ঘুরছেন ? এমন যাত্রীদের পকেট থেকে রেলের ঘরে ১৭৩ কোটি টাকা
অনেকেই বোঝেন না যে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ শুধু অন্যায় নয়, এটি একটি আইনত অপরাধও, যার জন্য জরিমানা, জেল বা উভয় শাস্তিই হতে পারে।
এক বছরে রেল এই বিনা টিকিটে যাতায়াত করা যাত্রীদের থেকে ১৭৩.৮৯ কোটি টাকা জরিমানা সংগ্রহ করেছে। শুধুমাত্র গত মার্চ মাসে ১৬.৭৭ কোটি টাকা জরিমানা হিসেবে সংগ্রহ করা হয়েছে। পশ্চিম রেলওয়ের জনসংযোগ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী , ২০২৪ এর মার্চ মাসে এই তথ্য সামনে এসেছে।
এই অভিযানের ফলে ২০২৩ এর এপ্রিল থেকে ২০২৪ এর মার্চ মাস পর্যন্ত প্রায় ৬০ হাজার এমন যাত্রীর থেকে জরিমানা নেওয়া হয়েছে। গত বছরের তুলনায় এই অঙ্ক ২৫ শতাংশ বেশি।
পশ্চিম রেল ২০২৩-এর এপ্রিল মাস থেকে ২০২৪-এর মার্চ মাস পর্যন্ত একাধিক টিকিট চেকিং অভিযান চালিয়েছে। যার ফলে ১৭৩.৮৯ কোটি টাকা আদায় হয়েছে রেলের, যার মধ্যে ৪৬.৯০ কোটি টাকা মুম্বই থেকে আদায় করা হয়েছিল।