কলকাতায় আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে স্টাফ নার্স নিয়োগ
কলকাতার বিভিন্ন আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে ১৪০ জন স্টাফ নার্স পদে কর্মী নিয়োগ করা হবে খুব শীঘ্রই।
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতার বিভিন্ন আর্বান প্রাইমারি হেলথ সেন্টারে ১৪০ জন স্টাফ নার্স পদে কর্মী নিয়োগ করা হবে খুব শীঘ্রই।
কলকাতা সিটি ন্যাশনাল আর্বান হেলথ মিশন সোসাইটির অধীনে এই নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিতে।
যোগ্যতাঃ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স সম্পূর্ণ করতে হবে।
অথবা, বিএসসি নার্সিং কোর্স সম্পূর্ণ করে থাকলে আবেদন করা যাবে।
প্রার্থীর নাম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে।
বাংলা ভাষায় দক্ষ হতে হবে।
- বয়সঃ ৬৪ বছরের মধ্যে হতে হবে।
- বেতনঃ ১৭২২০ টাকা।
স্টাফ নার্স নিয়োগ নিয়োগ পদ্ধতিঃ
প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
মোট ১০০ নম্বরের বাছাই পরীক্ষায় শিক্ষাগত যোগ্যতার জন্য থাকবে ৪০ নম্বর। ইন্টারভিউয়ের জন্য থাকবে ৬০ নম্বর।
ইন্টারভিউ তারিখঃ
ইন্টারভিউ হবে ১৬ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আবেদন পদ্ধতিঃ
আবেদন করবেন নির্ধারিত বয়ানে।
দরখাস্তের বয়ান পাওয়া যাবে https://www.kmcgov.in ওয়েবসাইটে। সঠিকভাবে পূরণ করা আবেদনপত্রের জেরক্স করে নেবেন।
আরও পড়ুন : আধুনিক মাছ চাষে নজরকাড়া সাফল্য হলদিয়ার
আবেদনপত্রের জেরক্স সহ সঙ্গে নিতে হবে কোনও সচিত্র পরিচয়পত্র।
ঠিকানা: Institute of Urban Management (ALAKAPURI), 36C, Ballygunge Circular Road, Kolkata-700 019.
বিজ্ঞপ্তি নং: 11/Kolkata City NUHM Society/ 2019-20। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
স্টাফ নার্স নিয়োগ, বিস্তারিত আরও তথ্য জানতে ক্লিক করুন নিচের লিঙ্কেঃ
https://www.kmcgov.in/KMCPortal/downloads/Recruitment_140Nurse_04_03_2020.pdf