#CoronaVirusUpdateসংক্রমণ ঠেকাতে ইউরোপ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি ট্রম্প প্রশাসনের
অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ ।
দ্য কোয়ারি ওয়েবডেস্ক- চিনের প্রাচীর টপকে দ্রুত বিশ্বের একের পর এক দেশকে গ্রাস করছে মারণ ভাইরাস করোনা । ইতিমধ্যেই নোভেল করোনার কবলে পড়েছে ছ’টি মহাদেশে ।
আন্তর্জাতিক জরুরি অবস্থার পর এ বার করোনার সংক্রমণকে ‘মহামারি’ ঘোষণা করল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন।
ইউরোপ ভ্রমণে নিষেধাজ্ঞা ট্রাম্পের
খবরটি প্রকাশ্যে আসার পরই ইউরোপ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করল ট্রাম্প প্রশাসন ।
‘আন্তর্জাতিক জরুরি অবস্থা’ ঘোষণার পর পরই হু হু করে বেড়েছে মৃত ও আক্রান্তের সংখ্যা ।
সারা বিশ্বে চার হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে । আক্রান্ত প্রায় ১২ হাজার ।
আরও পড়ুন : করোনায় আক্রান্ত জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কস
অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ ।
সংঙ্কট জনক পরিস্থিতিতে করোনাভাইরাসকে ‘মহামারি’ ঘোষণা করে হু-এর ডিরেক্টর জেনারেল গেব্রিয়েসাস বুধবার বলেন, “করোনাভাইরাসের সংক্রমণ আগে কখনও এত মহামারির আকারে ছড়িয়ে পড়তে দেখা যায়নি। একই সঙ্গে এটাও সত্যি যে এই মহামারি নিয়ন্ত্রণে রাখা যাবে। পরিস্থিতিকে মহামারি ঘোষণা করার পাশাপাশি করোনার বিপদ নিয়ে হু তার অবস্থান পরিবর্তন করছে না। রোগ মোকাবিলায় হু এবং দেশগুলির যা করণীয়, তা করা হচ্ছে ।’’
নভেল করোনা ভাইরাসের মোকাবিলায় কী কী করতে হবে, তা নিয়ে আগের পরামর্শগুলি ফের জানিয়েছেন গেব্রিয়েসাস ।
- কোনও দেশে করোনা সংক্রমণের সন্দেহ হলে আগে কোয়ারেন্টাইন বা আলাদা করে রেখে পরীক্ষা করতে হবে ।
- শরীরে ভাইরাসের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হলে তাঁর সংস্পর্শে যাঁরা যাঁরা এসেছেন, তাঁদেরও পরীক্ষা ও আলাদা করার ব্যবস্থা করতে হবে ।
- ব্যাপক আকারে ছড়ালে ক্লাস্টার বা একসঙ্গে অনেককে আলাদা করে রেখেও করোনার মোকাবিলা যেতে পারে ।
Who-র ঘোষণার পরই ইউরোপ ভ্রমণে নিষেধাজ্ঞা ট্রাম্পের
হু কর্তৃক মহামারি ঘোষণার পরেই কঠিন সিদ্ধান্ত নিল আমেরিকা । ইউরোপ থেকে মার্কিন মুলুকে বেড়াতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল হোয়াইট হাউস ।
এক মাসের জন্য বিধিনিষেধ আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেন ।
তিনি বলেন, ইউরোপের অধিকাংশ দেশ করোনার মোকাবিলায় ব্যর্থ ।
চিনে যাওয়া বা সেখান থেকে আসার উপর নিয়ন্ত্রণ আনতে পারেনি ইউরোপের অধিকাংশ দেশ ।
আরও পড়ুন : সংক্রমণ রুখতে দেশ জুড়ে কোয়ারেন্টাইন জারি
তাই কঠিন হলেও প্রয়োজনীয় এই সিদ্ধান্ত নিতে হল ।
ট্রাম্প প্রশাসন সূত্রে খবর,প্রয়োজনে ইউরোপের দেশগুলির সঙ্গে বাণিজ্যও বন্ধ করে দিতে পারে আমেরিকা ।
সরকারি বিবৃতির আগে পর পর টুইটে ট্রাম্প বলেন, ‘‘আমেরিকা ও বিশ্ববাসীকে বাঁচাতে করোনার চিহ্নিতকরণ, চিকিৎসা ও প্রতিরোধ এবং ভ্যাকসিন আবিষ্কারের জন্য একটি নীতি তৈরি করছে আমেরিকা ।’’