আন্দোলনে আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়

অনন্যা ব্যানার্জি: – সবার চোখেই জ্বলছে আগুন।আন্দোলন শুধুমাত্র কলকাতা শহরে সীমাবদ্ধ নেই । আরজি কর থেকে শুরু করে সব জায়গায় । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরজি করে দ্বিতীয় বর্ষের চিকিৎসককে নির্সংশভাবে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে সরব । আরজি করের ওই চিকিৎসক-ছাত্রীকে খুনের দিনই ছিল যাদবপুরে র‍্যাগিংয়ের জেরে ছাত্রমৃত্যুর ঘটনার বর্ষপূর্তি। এই দু’টি ঘটনাই যথেষ্ট শোরগোল ফেলেছে। দুই ঘটনাতেই নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন পড়ুয়ারা।
তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠন – পাঠন আজ বন্ধ। অধ্যাপকরা রাস্তায় নেমে তার প্রতিবাদে করছে এবং চূড়ান্ত শাস্তির দাবিতে সরব হয়েছে । এখানেই থেমে নেই আন্দোলন । সিসিটিভি ক্যামেরা লাগানো হয় হোস্টেলে ।যাদবপুরের বাসস্ট্যান্ডের সামনে জাদরপুরের পড়ুয়ারা হাতে জাতীয় পতাকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এর পদত্যাগ দাবি করছে । পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে স্বপ্নদীপ কুণ্ডুর হত্যা হয়েছিল ঠিক ১ বছর আগে তারও বিচারের দাবি করছেন আন্দোলনকারী ছাত্র থেকে ছাত্রী , অধ্যাপক এবং সর্বস্তরে জনগণ । তাই মুখরিত যাদবপুর বিশ্ববিদ্যালয় , যাদবপুরের প্রাঙ্গন আজ শান্ত, নিরব, সুনসান কোনো ক্লাস হচ্ছে না , ক্লাসরুম ফাঁকা আর রাস্তায় চলছে শ্লোগান ।বিক্ষোভ সাড়া ফেলেছে গোটা দেশেই।শিক্ষাক্ষেত্রেও মেয়েদের সমান নিরাপত্তা জরুরি। আজ ও কাল ও সব জায়গায় অধিকার লড়াইয়ের শাস্তির । সবাই নেমেছে আন্দোলনে যত দিন যাবে আরো বাড়বে আন্দোলন , আরো হবে বিক্ষোভ চলবে অপরাধীর শাস্তির ব্যবস্থা। একটা গান আছে *”পথে এবার নামো সাথী পথে হবে পথ চেনা …..”*

সম্পর্কিত পোস্ট