পুলিসের লাঠি দিয়ে প্রতিবাদ দমন করা যাবে কি
অনন্যা ব্যানার্জি:– মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ আজ বাতিল করে দিয়েছিল বিধান নগর পুলিশ কমিশনার । বিধাননগর পুলিশ নিরাপত্তার কারণে। কিন্তু কর্মী এবং ধর্ষণ এবং খুনের প্রতিবাদে পুলিশ ছত্রভঙ্গ করেছে আজকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান তার জন্য হুড়োহুড়ি পরে যায় মানুষের প্রতিরোধকে আটকাবার চেষ্টা চলে বিধাননগর পুলিশ কমিশনারের নির্দেশে কর্মী সমর্থকদের উপরে লাঠি চার্জ শুরু হয়ে যায় এখানেই থেমে থাকেনি ।
অঝোরে বৃষ্টি সারাদিন ধরে হয়েছে, সন্ধ্যার পর থেকে কলকাতা জুড়ে আবার সরব পুরুষ থেকে মহিলারা। বেহালা, পোন্ডোশীল এবং সর্বত্রই। অর্ধেক আকাশ মেয়েরা হাতে মোমবাতি নিয়ে আরজি করের অপরাধীদের কঠোর থেকে কঠোরতর শাস্তি দাবিতে সরব। যতদিন যাচ্ছে ক্রমশ ঘনীভূত হচ্ছে এই আরজি করের ঘটনা এবং প্রশাসনের দাঁত মুখ বেরিয়ে পড়ছে । পুলিশ লাঠি চার্জ করছে ইস্টবেঙ্গল এ কর্মী সমর্থকদের । এখানে প্রশ্ন তুলছে মানুষ । বিচার চাইতে গিয়ে , আন্দোলন করতে গিয়ে যদি পুলিশের লাঠি খেতে হয় তাতেও তারা প্রস্তুত কিন্তু বিচার দিতেই হবে । বিচার চাই! বিচার চাই! এই দাবিতেই সরব মহিলারা পুরুষরা সর্বত্র আন্দোলনে সামিল।