নজর সুপ্রিমকোর্টের দিকে , সিবিআই জমা দেবে রিপোর্ট
অনন্যা ব্যানার্জি:– তিলোত্তমার বিচার চেয়ে গোটা দেশ আন্দোলনে , বিক্ষোভে সরব । ন্যায় বিচারের পথ চেয়ে।আরজি কর কাণ্ডে পদক্ষেপ নিচ্ছে সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিমকোর্টে শুরু হয়েছে শুনানি সেই দিকে নজর আছে গোটা দেশের। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এর শুনানির সময়সীমা বেঁধে দিয়েছিল ফার্স্ট রিপোর্টিং জমা দেওয়ার জন্য সিবিআইকে আজ। বৃহস্পতিবার সিবিআই এখনো অব্দি যে সমস্ত তদন্ত করেছে তার সমস্ত তথ্য প্রধান বিচারপতি বেঞ্চ তাদের কাছে জমা দিতে হবে। ইতিমধ্যে, তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে; বলেছে সিবিআই এর অগ্রগতি এখনো নেই কেনো? ফলে ঘরে বাইরে প্রবল চাপে যেমন তৃণমূল কংগ্রেস তেমনি এই ধরনের সোশ্যাল মিডিয়ায় প্রচার করে সিবিআইকে চাপে রাখতে চাইছেন । গোটা শহর কলকাতা জুড়ে যখন আমি উত্তাল,আন্দোলনে সরব ঠিক সেই মুহূর্তে আজকে সুপ্রিমকোর্টের সিবিআই কি রিপোর্ট জমা দেয় সেইদিকে তাকিয়ে রয়েছে দেশ। ডিভিশন বেঞ্চ বলছে এই মামলাটি শুধু রাজ্য বা হাসপাতালের নয় , স্বাস্থ্যকর্মী দের নিরাপত্তার বিষয়েও পর্যবেক্ষণ। সুপ্রিমকোর্টে রিপোর্ট জমা দেবে সিবিআই ।