করোনা আতঙ্কে আইপিএলের সমস্ত ম্যাচ বাতিল করল দিল্লি সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চিনের উহান প্রদেশ থেকে শুরু হয়ে বিশ্বের ১২৪ টি দেশে থাবা বসিয়েছে করোনা। ভয়াবহ করোনাকে ‘মহামারী’ ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতেও ক্রমাগত বেড়ে চলেছে করোনার প্রভাব। বৃহস্পতিবার কর্ণাটকে প্রাণ হারিয়েছে একজন। যার প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। রাজধানী দিল্লিতে সমস্ত রকম ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন।

 

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, ১৩ আইপিএলের কোনও ম্যাচ দিল্লিতে হওয়ার অনুমতি দিল্লি সরকার দেবে না। পাশপাশি সমস্ত খেলাধুলা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার কারণে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে আইপিএলের সময়সুচী। ১৫ এপিল থেকে শুরু হবে আইপিএল। এমনটাই জানালো বিসিসিআই।

আরও পড়ুনঃ ১৫ এপ্রিল অবধি ভিসা বাতিল করায় আইপিএলে অনুপস্থিত থাকতে পারেন বিদেশী খেলোয়াড়

তিনি আরও বলেন, আইপিএলের প্রতিটি ম্যাচে কয়েক হাজার মানুষ একসঙ্গে খেলা দেখতে আসেন। কিন্তু সাম্প্রতিক করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা এড়াতে এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

করোনার প্রকোপে পড়ে এবারের আইপিএল হবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ হলে তাঁর প্রভাব স্পনসরদের ওপর পড়বে বলে মনে করা হচ্ছে। যদিও সেবিষয়ে এখন নজর দিতে নারাজ দিল্লি প্রশাসন।

উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া আরও বলেন, আইপিএল কাউন্সিল অন্য কোনভাবে ম্যাচ আয়োজনের ব্যবস্থা নিলে ভেবে দেখা হবে। তবে প্লেয়ারদের প্র্যাক্টিসের ওপর কোনও নিষেধাজ্ঞা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কের জেরে বাতিল হতে পারে মুজিব শতবর্ষের টি-টোয়েন্টি ম্যাচ

চলতি সময়ে ভারত-দক্ষিণ আফ্রিকা ক্লোজড ডোরে হওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এমনকি আইএসএলের ফাইনাল ম্যাচ দর্শক শূন্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৯ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএলের আসর। দিল্লিতে প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল ৩০ তারিখ। মোট সাতটি ম্যাচ হওয়ার কতাহ ছিল দিল্লিতে।  তারই মধ্যে আইপিএল নিয়ে দিল্লি সরকারের এই সিদ্ধান্তে বিষণ্ণতার ছায়া ক্রীড়ামহলে।

সম্পর্কিত পোস্ট