কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বিদ্যুৎ বন্টন পর্ষদের কর্মচারীরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এবার থেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের কর্মচারীরা। এমনটাই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী, কেন্দ্রীয় হারে ডিএ –এর পাশাপাশি বকেয়া ডিএ –এর টাকা ১০ শতাংশ সুদের হারে পাবেন কর্মচারীরা।

কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে রাজ্যের বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের। এই দাবী নিয়েই হাইকোর্টে মামলা করে রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের ইঞ্জিনিয়র অ্যাসোসিয়েশন। এদিন তার রায় ঘোষণা করলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্‍্যের ডিভিশন বেঞ্চ।

এদিন আদালতের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় হারে অর্থাৎ (১৫৪%) ডিএ পাবেন রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদের কর্মচারীরা। সেই সঙ্গে বকেয়া ডিএ-এর টাকা ১০ শতাংশ সুদের হারে দিতে হবে। সাফ জানিয়ে দেন দুই বিচারপতি।

শুরু থেকেই কেন্দ্রীয় হারে ডিএ পেতেন বিদ্যুৎ বন্টন পর্ষদের কর্মচারীরা। কিন্তু ২০১৬ সালে তাঁদের ডিএ কম করার সিদ্ধান্ত নেয় রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদ। সেই বছরেই হাইকোর্টে মামলা দায়ের হয়। কেন্দ্রীয় হারে কর্মচারীদের ডিএ দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। সেদিনের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করে বিদ্যুৎ বণ্টন পর্ষদ। শুক্রবার তারই রায় ঘোষণা করল আদালত।

সম্পর্কিত পোস্ট